সৌদি প্রবাসী
সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত

সৌদি প্রবাসী সৈকত মাহমুদ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত সৌদি প্রবাসী সৈকত মাহমুদ (২২) মারা গেছেন। ঘটনার ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর রোববার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সৈকত মাহমুদ উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে কাদের বেপারী সঙ্গে একই এলাকার সৈকত মাহমুদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত মাহমুদ গুরুতর আহত হয়।
স্বজনরা আহত সৈকত মাহমুদকে প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করে। কিন্তু জমে মানুষের টানাটানিতে রোববার রাতে সৈকত মাহমুদ চির বিদায় নেন।
নিহত সৈকত মাহমুদের বড় ভাই জহিরুল হক জহির বলেন, আমার ভাই মাত্র ২০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসেন। কাদের বেপারীর নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
চিত্রকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, তাদের উভয় পক্ষের বাড়ি একই গ্রামের একই সীমানায়। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনা নিহতের বড় ভাই জহিরুল হক জহির বাদী হয়ে রোববার রাতে কাদের বেপারীকে এক নম্বর আসামিসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন