খুঁজুন
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২

গজারিয়ায় গরম বিলেট মাথায় পড়ে শ্রমিক নিহত

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ
গজারিয়ায় গরম বিলেট মাথায় পড়ে শ্রমিক নিহত

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় গরম বিলেট (রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল) মাথায় পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামের এক শ্রমিক নিহতহয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার একটি কারখানায় দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদআলী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি ওই কারখানার প্রোডাকশন বিভাগে কাজ করতেন।

শ্রমিকরা জানান, শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করছিলেন মোহাম্মদ আলী। হঠাৎ অসাবধনতাবশত গরম বিলেট মাথায় পড়েঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য মন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোহয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টাজাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আড়িয়াল বিলের মাটি কেটে বিক্রি বন্ধে শীঘ্রই চেকপোস্ট বসানো হবে, যাতে কোনোভাবেই বিলেরপরিবেশ নষ্ট না হয়।

শনিবার বিকালে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতছিলেন।

এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে খোলামেলা আলোচনায় বিভিন্ন সমস্যা সংকট সমাধানের আশ্বাস দেন উপদেষ্টারা। প্রশ্নোত্তর পর্বেকৃষকদের নানা দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আড়িয়াল বিলের উন্নয়নে খাল খননসহ ভেকু দিয়ে অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপেবন্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণের জন্য দুটি হিমাগার নির্মাণেরও পরিকল্পনার কথা জানানতিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,দেশে দুর্নীতির বিরুদ্ধে প্রথম কাজটি শুরু করতে হবে। যেখানেই সরকারি কাজ, সেখানেই যেন দুর্নীতির স্থান নাহয়। দুর্নীতি বন্ধ হলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

এই সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষিকর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ।

সিরাজদিখানে মাতৃভূমি সিটি কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা 

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
সিরাজদিখানে মাতৃভূমি সিটি কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মালিকানাধীন জমি থেকে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করে বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় মাতৃভূমি সিটি কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকাজরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট:শাহিনা আক্তার মো: তৌহিদুল ইসলাম বারী।

শনিবার ২৬ এপ্রিল দুপুর দেড় টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া অবস্থিত মাতৃভূমি সিটি কে জরিমানা করেন।

এছাড়াও ব্যক্তিমালিকানাধীন জমি থেকে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাটি কেটে শ্রেণী পরিবর্তনের চেষ্টা করার জন্য মো: ফরিদনামে উক্ত জমির মালিক কে সতর্ক করা হয় এবং আগামী দিনের মধ্যে উক্ত জমির মাটি নিজ উদ্যোগে ভরাট করে পূর্বের অবস্থায় ফিরিয়েআনার জন্য মো: ফরিদের লিখিত মুচলেকা নেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাকে অবহিত করেনবিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট:শাহিনা আক্তার।

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জবিক্রমপুর সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকারা ইন্দিরা রোডস্থ,  মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির নিজস্ব ভবনে সভা অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে

এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ঢাকা আইনজীবী সমিতিরসাবেক সভাপতি সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মহসিন মিয়া।

মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির যুগ্ম আহবায়ক ফরহাদ রানার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মোঃআবুবকর সিদ্দিক মোল্লা, অতিরিক্ত সচিব মোঃ সেলিম চৌধুরী, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুন্সিগঞ্জবিক্রমপুরের ভবনের বসবাসরতছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম অনিক, পারভেজ গাজী,

সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য এড. আক্তার হোসেন সোহেল, মাহবুবুর রহমানবাচ্চু, সাখাওয়াত হোসেন আসিক, বলরাম বাহাদুর, সহিদুল ইসলাম, সাহাদাত হোসেন, আইয়ুব আলী সিকদার,  সহিদুল্লাহ শেখ, প্রফেসরডা: মোশাররফ হোসেন,  মোঃ জসিম মোল্লা, মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ।