খুঁজুন
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২

৫০ লাখ ডলারে ‘মার্কিন নাগরিকত্ব’ বিক্রি করতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
৫০ লাখ ডলারে ‘মার্কিন নাগরিকত্ব’ বিক্রি করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চালু করা হবে ‘গোল্ড কার্ড’।

আর এই কার্ড পেতে ব্যক্তিকে খরচ করতে হবে ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি)। এই অর্থ ব্যয়েই মার্কিন নাগরিকত্ব মিলবে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন এই পরিকল্পনার কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। কার্ডের মূল্য প্রায় ৫০ লাখ ডলার নির্ধারণ করছি। এটি গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে এসে এই কার্ড কিনতে পারবেন। (নাগরিক সুবিধা পেয়ে) তারা এখানে আরো ধনী হবেন, সফল হবেন এবং কর দেবেন। এর মাধ্যমে আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি হবে। ’

গোল্ড কার্ড বিভিন্ন দেশের ধনী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে আনতে সহায়ক হবে বলে জানান তিনি।  কমপক্ষে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে বলে আশা করছেন ট্রাম্প।

কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন এই প্রক্রিয়া চালু হয়ে যাবে। তবে কীভাবে ‘গোল্ড কার্ড’ মিলবে বা এই প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।

বর্তমানে ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেয়ে থাকেন। ‘ইবি-৫’ হলো এক ধরনের অভিবাসী ভিসা যা মূলত যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের দেওয়া হয়। এটি মূলত গ্রিন কার্ডের একটি সংস্করণ, যা পেতে হলে একজন অভিবাসীকে মার্কিন কোম্পানিতে কমপক্ষে ৮ অথবা সাড়ে ১০ লাখ ডলার বিনিয়োগ করতে হয়।

আর ‘ইবি-৫’ -এর পরিবর্তেই এবার আসছে গোল্ড কার্ড। সে অর্থে ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। এই পরিকল্পনাকে ‘দুর্দান্ত সিদ্ধান্ত’ বলে জোর দিয়ে বলছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এমন পরিকল্পনা নিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নতুন গোল্ড কার্ড চালু হলে  ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর ওপর প্রভাব পড়তে পারে বলে মত অনেকের।

ক্যাটো ইনস্টিটিউটের ইমিগ্রেশন স্টাডিজের পরিচালক ডেভিড বিয়ার  ‘গোল্ড কার্ড’ -কে অদ্ভুত পদ্ধতি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘একটি দেশ আপনাকে স্থায়ী বাসস্থান কেনার প্রস্তাব ‍দিচ্ছে, এটা কোনো দুর্দান্ত সিদ্ধান্ত বা ধারণা নয়।

তবে ট্রাম্পের সুরেই সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটকিন। তিনি ‘ইবি-৫ প্রোগ্রাম’কে হাস্যকর পদ্ধতি বলে অভিহিত করেছেন।

হাওয়ার্ড লুটকিন বলেন, ইবি-৫ প্রোগ্রাম ছিল সম্পূর্ণ অর্থহীন ও জালিয়াতিতে ভরপুর পদ্ধতি। এটি ছিল কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় মাত্র। তাই এই হাস্যকর প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে চালু করা হবে গোল্ড কার্ড। নতুন এই উদ্যোগ দুই সপ্তাহের মধ্যেই শুরু হবে এবং যুক্তরাষ্ট্রে আর্থিক ঘাটতি কমাবে।

শ্রীনগরে নাশকতা মামলায় ৫ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
শ্রীনগরে নাশকতা মামলায়  ৫ জন গ্রেফতার

Screenshot

মুন্সিগঞ্জ  জেলার শ্রীনগরে গত ২৪ ঘন্টায়  নাশকতাার আশঙ্কায়  পুলিশ  ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী  ইউনিয়নের শ্রীধরপুর গ্রাম থেকে মোঃ ইলিয়াস হোসেন ৫০ নামক  এক ইউপি সদস্যকে গ্রেফতার করে। সে বাড়ৈখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওই ইউনিয়নের ইউপি সদস্য। ওই রাতেই শ্রীধরপুর গ্রাম থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ দিপু (৪২) পুলিশ গ্রেফতার করে। সে বাডৈখালি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফারুক হোসেনের ভাই।  একই রাতে উপজেলার শ্যামসিদ্ধি  ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেনকে গাদিঘাট গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কে শ্রীনগর থানা পুলিশ গ্রেফতার করে।  বুধবার বিকেলে  বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ সুমনকে পুলিশ গ্রেফতার করে।    শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুলহুদা খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা  মামলার  রয়েছ।

শ্রীনগর বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
শ্রীনগর বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রীনগর বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ দেলোয়ার হোসেন সভাপতি ও মোঃ মজিবুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১০৫৪। কাস্টিং ভোটের সংখ্যা ৯৫৪ টি।  উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পর্যাপ্ত পরিমাণ  আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জসিম রহমান ও জহিরুল ইসলাম। অর্থ বিষয়ক  সম্পাদক পদে মোঃ জানে আলম টিপু, আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে মোঃ আল আমিন মাঝি, ক্রীড়া সম্পাদক পদে মোঃ তানভীর।

দূর্গা পূজা উপলক্ষে শ্রীনগরে মন্দির পরিদর্শনে র‍্যাব-১০ এর অধিনায়ক

আসাদুজ্জামান জীনব
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
দূর্গা পূজা উপলক্ষে শ্রীনগরে মন্দির পরিদর্শনে র‍্যাব-১০ এর অধিনায়ক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দূর্গা পূজা উপলক্ষে পূজা মণ্ডপ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন র‍্যাব১০ এরঅধিনায়ক (সিও) মোঃ কামরুজ্জামান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি প্রথমে উপজেলার প্রাচীন ভাগ্যকুল হরেন্দ্র লাল রায় মন্দির পরিদর্শন করেন। সময়সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব১০ এর অধিনায়ক জানান, র‍্যাব১০ এর আওতায় প্রায় ৩৪টি থানা রয়েছে। এর মধ্যেঢাকেশ্বরী মন্দিরসহ বেশ কয়েকটি বড় পূজামণ্ডপ রয়েছে, যেগুলোর নিরাপত্তা ব্যবস্থা দুই থেকে তিন ধাপে জোরদার করাহয়েছে।

তিনি আরো বলেন, শুধুমাত্র পোশাকধারী র‍্যাব সদস্য নয়, সিভিল ড্রেসেও সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্তকোনো হুমকি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বদা প্রস্তুতরয়েছে।

প্রাচীন এই মন্দির পরিদর্শন শেষে তিনি ভাগ্যকুল ঘোষবাড়ি মন্দির, নতুন বাজার যদুনাথ রায় মন্দিরসহ এলাকার আরওকয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখবেন বলে জানা গেছে।

অন্যদিকে র‍্যাব১০ এর সিপিসি এর ভাগ্যকুল ক্যাম্প কমান্ডার মোঃ আনোয়ার হোসেন জানান, বর্তমানে ক্যাম্প এলাকায়চারটি টহল টিম কাজ করছে। পাশাপাশি পোশাকধারী সদস্যদের সঙ্গে সিভিল সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।