২২ বছর পর তারেক রহমান রাজশাহী আসছেন। এ উপলক্ষে রাজশাহী মহানগরী জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
বগুড়ায় ব্যাপক প্রস্তুতি : সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ১৯ বছর পর আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়ার মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন ঘিরে জেলাজুড়ে বইছে আনন্দ ও উত্সবের আমেজ। কাছ থেকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নেতাকর্মী, সমর্থকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন কালের কণ্ঠকে জানান, দেশের মানুষ বুঝতে পেরেছে, গণতন্ত্র ও দেশকে রক্ষা করতে হলে বিএনপির বিকল্প নেই। কারণ এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। যিনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব স্বীকৃত দেশপ্রেমিক সত্ একজন নেতা। তাঁরই দেখিয়ে দেওয়া পথ ধরেই বেগম খালেদা জিয়া মৃত্যু পর্যন্ত দেশের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। বেগম জিয়া যেভাবে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেছেন, আশা করি তাঁর চেয়েও বেশি ভোটের ব্যবধানে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিজয়ী হবেন।
তারেক রহমানের আগমন ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যতিক্রমী এক উৎসবমুখর পরিবেশ। তারেক রহমানের আগমন উপলক্ষে নানা কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে। কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করছেন।
বগুড়ায় পৌঁছে তারেক রহমান শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর, সাবগ্রামসহ তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। পরে তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক একাধিক পথসভায় বক্তব্য শেষে গাবতলী উপজেলার বাগবাড়ী বাবার জন্মস্থানে যাবেন। কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশে বগুড়া থেকে রওনা করবেন।
আগামীকাল শুক্রবার বিকেল পৌনে ৪টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। পরে তিনি বিকেল সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
আগামী শনিবার সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দরুন চরজানা বাইপাসে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এদিন রাত ৮টায় গুলশানের বাসভবনে তাঁর ফিরে আসার কথা রয়েছে।