বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহী যাবেন তিনি। দুপুর দেড়টার দিকে তিনি সেখানে শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর দেড়টায় রাজশাহী মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

এদিকে আজ বিকেলে এটিম মাঠ, কাজীর মোড়, নওগাঁয় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ায় আলফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়া নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন তারেক রহমান।

রাজশাহী আসছেন আজ : আজ রাজশাহী আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজশাহীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হবে রাজশাহী মাদরাসা মাঠে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

 

তারেক রহমানের আগমন উপলক্ষে গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।