মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশের পক্ষে এক নির্বাচনী পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলের স্টেশন রোড পয়েন্টে আয়োজিত এই পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পথসভায় আসিফ মাহমুদ বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, “আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি, ১৭ বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন।”
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপি নেতাদের সংশয়ের জবাবে তিনি প্রশ্ন তোলেন, “আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদেরকেও নিষিদ্ধ করা হবে না এর নিশ্চয়তা কোথায়?—এমন প্রশ্ন যারা তুলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, যদি কেউ খুন করে এবং তার ফাঁসির আদেশের সময় অন্য কেউ এসে একই কথা বলে, তবে কি ধরে নিতে হবে না যে সেই ব্যক্তিও ভবিষ্যতে খুন করতে চায়?”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলার অর্থ হলো জুলাইতে যে গণহত্যা সংঘটিত হয়েছে, আবারও তা করার চিন্তা আপনাদের মাথায় রয়েছে।”
এর আগে সকাল ১১টায় শ্রীমঙ্গলের শাহী ঈদগাহ থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড পয়েন্টে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথসভায় মিলিত হয়। অনুষ্ঠান শেষে ক্যারাভান সহকারে একটি পদযাত্রা শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব এহতেশাম হক, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমীন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমনসহ স্থানীয় এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দ। বক্তারা এসময় মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশকে জয়যুক্ত করার এবং গণভোট প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অধিকার আদায়ের আহ্বান জানান।
মন্তব্য করুন