শ্রীনগরে কিশোর অটোচালক রবিউল হত্যার বিচারে ফাঁসির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের উত্তর নলটেক, ঝাহানাবাদ এলাকায় কিশোর অটোচালক রবিউল ইসলাম(১৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৫টায় উত্তর নলটেকের তিনহালট বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে রবিউলের শোকাহত মা, বোন, ভাইসহ শতাধিক স্থানীয় নারী–পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “নিরীহ ও পরিশ্রমী কিশোর রবিউলকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।” বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমেহত্যার পেছনের মূলহোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—বিশেষ করে ফাঁসির দাবিতে জোরালো বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা উত্তর নলটেকের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকায় এইহত্যাকাণ্ড ঘিরে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২১ জুন সন্ধ্যায় উত্তর নলটেক এলাকার মাঠে রবিউলের মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। ঘটনায়এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রবিউল পেশায় একজন অটোচালক ছিলেন।
আপনার মতামত লিখুন