ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক স্থানে ৩টি মোটর সাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত আরো ৪ জন আহতহয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১০টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পৃথক ৩ স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ঢাকামুখী একটি মোটরসাইকেলকে (ফরিদপুরল–১২–১০২৩) পিছন থেকে অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে আলিমুল নামে মোটরসাইকেল চালক মারা যায় ও আরোহী আব্দুর রহমান আহত হয়।
শনিবার সকাল ৯টার দিকে নিমতলা রেল স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়িপিছন থেকে ধাক্কা দিলে ফারুকউজ্জামান নামে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়।
এছাড়া শুক্রবার রাতে এক্সপ্রেসওয়ের সমষপুরে একটি মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন আহত হয়। আহত নিরব ও মুন্নাকেঢাকায় রেফার্ড করা হয়। অজ্ঞাত একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারজিয়া বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পৃথকভাবে ৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের উদ্ধার করেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থানেয়া হবে।
আপনার মতামত লিখুন