একই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ঘোষণা: দক্ষিণ পাইকসায় টান টান উত্তেজনা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামে বটতলা খেলার মাঠে একই দিনে পৃথক দুটি অনুষ্ঠানেরঘোষণাকে ঘিরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে একই স্থানে তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে নিয়ে স্থানীয়দের মধ্যেতৈরি হয়েছে বিভক্তি ও উদ্বেগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়া পোস্টার অনুযায়ী, সর্বদলীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারেআয়োজিত মাহফিলে সভাপতিত্ব করবেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেমরা।
অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীর ব্যানারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন খ্যাতনামা শিল্পীরা, যেমন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, খুরশীদ আলম, কেয়া বাঙালি, রুপা ও পুতুল।
মাহফিল আয়োজকদের একজন মাওলানা ওবায়দুল্লাহ কাসেমি জানান, “আমার বাবা পূর্ব ঘোষণা অনুযায়ী মাহফিলে অংশ নেবেন বলেকথা দিয়েছেন।”
অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মামুন আহমেদ মৃধা বলেন, “আমরা ১০ এপ্রিল পুলিশের অনুমতি নিয়েছি। কিন্তু হঠাৎকরে ওয়াজ মাহফিলের ঘোষণা আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছি। আয়োজকদের পরিচয়ও স্পষ্ট নয়।”
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, “ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কে বা কারা পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের একাংশ আশঙ্কা করছেন, বিষয়টি নিয়ে সংঘর্ষ বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। দুই পক্ষের অনড় অবস্থানে উত্তেজনা আরওবাড়ছে। প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন