শ্রীনগরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মহাসমাবেশ, পণ্য বয়কটের আহ্বান

শ্রীনগরে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও পণ্য বর্জনের আহ্বানে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে৪টায় উপজেলার পাইলট স্কুল মাঠে ‘সর্বদলীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা, শ্রীনগর’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ। কয়েক হাজার মানুষ এ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে মুন্সিগঞ্জের প্রখ্যাত আলেমরা বক্তব্য রাখেন। তাঁরা ইসরায়েলের নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান এবং মুসলিম বিশ্বকেঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের বয়কটই হবে তাদের অন্যায়ের জবাব।”
তাঁরা ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশজুড়ে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
আপনার মতামত লিখুন