খুঁজুন
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২

শ্রীনগরে গরু চুরি মামলার দুই আসামী জেল হাজতে

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
শ্রীনগরে গরু চুরি মামলার দুই আসামী  জেল হাজতে

মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে জামিন আনতে গিয়ে শ্রীনগরের গরু চুরি মামলার আসামী নিরব মোল্লা(২২) ও ইব্রাহীম মোড়ল(২৫) নামে দুই আসামীর জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে গরু চুরি মামলার দুই আসামী জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত ঐ দুই আসামীকে জেল হাজতে প্রেরন করেন।

গরু চুরি মামলার দুই আসামীরা হলেন, নিরব মোল্লা উপজেলার হাসাড়া ইউনিয়নের হাসাড়া নয়াপাড়া এলাকার হুমায়ুন মোল্লার ছেলে ও ইব্রাহীম মোড়ল একই এলাকার সিদ্দিক মোড়লের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মামলার বাদী কামালের গোয়াল ঘর হতে ৯০ হাজার টাকা মুল্যের একটি ষাঁড় গরু আসামী নিরব মোল্লা ও ইব্রাহীম মোড়ল চুরি করে নিয়ে যাওয়ার সময় বাদীর মেয়ে তানিয়া আক্তার ডাক চিৎকার দেয়। এসময় আসামী নিরব গরু নিয়ে তার দাদির বাড়ির দিকে চলে যায়। পরে বাদী স্থানীয় লোকজনদের নিয়ে আসামী নিরবের দাদিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আসামীরা গরু চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। এঘটনায় কামাল বাদী হয়ে আসামী নিরব মোল্লা ও ইব্রাহীম মোল্লা দুজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা নং-২৪(৪)২৫ ধারা-৩৮০ পেনাল কোড দায়ের করেন।

ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টাজাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আড়িয়াল বিলের মাটি কেটে বিক্রি বন্ধে শীঘ্রই চেকপোস্ট বসানো হবে, যাতে কোনোভাবেই বিলেরপরিবেশ নষ্ট না হয়।

শনিবার বিকালে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতছিলেন।

এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে খোলামেলা আলোচনায় বিভিন্ন সমস্যা সংকট সমাধানের আশ্বাস দেন উপদেষ্টারা। প্রশ্নোত্তর পর্বেকৃষকদের নানা দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আড়িয়াল বিলের উন্নয়নে খাল খননসহ ভেকু দিয়ে অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপেবন্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণের জন্য দুটি হিমাগার নির্মাণেরও পরিকল্পনার কথা জানানতিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,দেশে দুর্নীতির বিরুদ্ধে প্রথম কাজটি শুরু করতে হবে। যেখানেই সরকারি কাজ, সেখানেই যেন দুর্নীতির স্থান নাহয়। দুর্নীতি বন্ধ হলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

এই সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষিকর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ।

সিরাজদিখানে মাতৃভূমি সিটি কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা 

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
সিরাজদিখানে মাতৃভূমি সিটি কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মালিকানাধীন জমি থেকে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করে বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় মাতৃভূমি সিটি কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকাজরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট:শাহিনা আক্তার মো: তৌহিদুল ইসলাম বারী।

শনিবার ২৬ এপ্রিল দুপুর দেড় টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া অবস্থিত মাতৃভূমি সিটি কে জরিমানা করেন।

এছাড়াও ব্যক্তিমালিকানাধীন জমি থেকে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাটি কেটে শ্রেণী পরিবর্তনের চেষ্টা করার জন্য মো: ফরিদনামে উক্ত জমির মালিক কে সতর্ক করা হয় এবং আগামী দিনের মধ্যে উক্ত জমির মাটি নিজ উদ্যোগে ভরাট করে পূর্বের অবস্থায় ফিরিয়েআনার জন্য মো: ফরিদের লিখিত মুচলেকা নেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাকে অবহিত করেনবিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট:শাহিনা আক্তার।

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জবিক্রমপুর সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকারা ইন্দিরা রোডস্থ,  মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির নিজস্ব ভবনে সভা অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে

এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ঢাকা আইনজীবী সমিতিরসাবেক সভাপতি সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মহসিন মিয়া।

মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির যুগ্ম আহবায়ক ফরহাদ রানার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মোঃআবুবকর সিদ্দিক মোল্লা, অতিরিক্ত সচিব মোঃ সেলিম চৌধুরী, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুন্সিগঞ্জবিক্রমপুরের ভবনের বসবাসরতছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম অনিক, পারভেজ গাজী,

সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য এড. আক্তার হোসেন সোহেল, মাহবুবুর রহমানবাচ্চু, সাখাওয়াত হোসেন আসিক, বলরাম বাহাদুর, সহিদুল ইসলাম, সাহাদাত হোসেন, আইয়ুব আলী সিকদার,  সহিদুল্লাহ শেখ, প্রফেসরডা: মোশাররফ হোসেন,  মোঃ জসিম মোল্লা, মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ।