অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে, এর অধীনে নির্বাচন সম্ভব নয়

দেশের অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
কোনো ধরনের পরিবর্তন বা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে বলে তিনি মন্তব্য করেছেন।
নাহিদ বলেন, ‘প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি প্রশাসন নিরপেক্ষ না। তারা প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায় চাঁদাবাজি চলছে। সে জায়গায়ও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।’
তিনি বলেন, ‘আমরা বলেছি এই ধরনের একটি প্রশাসন যদি থাকে, তাদের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেয়িং ফিল্ড, নিরপেক্ষ আমলাতন্ত্র ও নিরপেক্ষ প্রশাসন আমাদের নিশ্চিত করতে হবে।’
কবে নাগাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় এনসিপি এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। সেটি আমরা সমর্থন করেছি। কিন্তু বিচার ও জুলাই সনদ কার্যকর ছাড়া নির্বাচনের সময় নিয়ে আলোচনা করে লাভ নাই।’
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নিয়ে বিস্তারিত আলাপ হয়নি। তবে আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের সুযোগ আছে বলে আমরা মনে করি না।’
আপনার মতামত লিখুন