খুঁজুন
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১

মুন্সীগঞ্জে শীঘ্রই মেডিকেল কলেজ স্থাপন করা হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে শীঘ্রই মেডিকেল কলেজ স্থাপন করা হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী জানান,অতি শীঘ্রই মুন্সীগঞ্জে একটি সরকারী মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ শুরু করা হবে এবং সদরের মুক্তারপুর থেকে শ্রীনগরের ছনবাড়ী পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের ঘোষণের কাজ হাতে নেওয়া হবে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তিনজন উপদেষ্টা ও ছয়জন সচিবের দুই ঘন্টা মিটিং শেষে, সাংবাদিকদের সাথে এসব কথা বলেন স্বরাষ্ট উপদেষ্টা। সভায়, মুন্সীগঞ্জ জেলায় সরকারী মেডিক্যাল কলেজ স্থাপন,সড়ক ও জনপদ বিভাগের রাস্তা ঘাট উন্নয়ন, মুন্সীগঞ্জের রাস্তা সংক্রান্ত প্রকল্প ও কাটাখালি খাল উন্নয়ন প্রকল্পসহ, উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এসময় শিল্প এবং গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং অর্থ মন্ত্রনালয়ের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিনসহ ছয়টি মন্ত্রনালয়ের সচিবগন উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন নৌ বাহিনীর প্রধান এডমিরাল মো: নাজমুল হাসান। সভায় বিশেষ অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার প্রত্ম তাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমুহ নিয়ে প্রনীত প্রত্মকথা নামক একটি ভ্রমন বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ণ
ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল থেকে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (০৭ এপ্রিল) এমন নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে।

তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে। ’

 

আইজিপি আরও বলেন, ‘সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। ’

এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ‘ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। ’

‘যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী,’ বলেন তিনি।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের কয়েকটি জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করার অভিযোগে বেশকিছু রেস্তোরাঁ ও শো-রুমে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার কক্সবাজারে পাঁচটি, চট্টগ্রামে তিনটি, সিলেট পাঁচটি, গাজীপুরে চারটি, কুমিল্লায় একটি এবং বগুড়ায় একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিক্ষুব্ধ মানুষেরা ফাস্ট ফুড চেইন কেএফসি, পিৎজা হাট ও বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালিয়েছে। পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ রাখায় কিছু দেশীয় প্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে।

সিরাজদিখানে ইউনাইটেড ক্রিকেট টিম এর পুরস্কার বিতরণ করেন মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১:৪২ পূর্বাহ্ণ
সিরাজদিখানে ইউনাইটেড ক্রিকেট টিম এর পুরস্কার বিতরণ করেন মীর সরফত আলী সপু

সোমবার  মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন এর ধামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইউনাইটেড ক্রিকেটটিম এর সমাপনী খেলা এবং  মরহুম আরাফাত রহমান কোকোস্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহীকমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,    সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সাবেকসাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভূইয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেকসহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজী নুরুজ্জামাল সিকদার, ছাত্রদল কেন্দ্রীয়সংসদের সাবেক সহসম্পাদক আলমগীর আলম,  নারী শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিমমোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলানারী শিশু অধিকার ফোরাম এর আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, তাতীদলের আহবায়ক শাহ আলমহাওলাদার, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা, সদস্য মতি শেখ, ওমর ফারুক বাবু, আসাদুজ্জামান মৃধাবাবু, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল আহমেদ টিপু, নারী শিশু অধিকার ফোরাম, শ্রীনগর উপজেলাকমিটির যুগ্ম আহবায়ক রানা শেখ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, ফয়সাল আলীসহশ্রীনগরসিরাজদিখান উপজেলার বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগামীকাল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫

মোঃ আসাদুজ্জামান
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ
আগামীকাল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫

মৎস্য অধিদপ্তরের তথ্য মতে পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিয়োগ সম্পূর্ণ নিষেধ। যদি কেহ আইন অমান্য করে তবে আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত করা যাবে।

এই প্রেক্ষিতে আগামী কাল ৮ই এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করা হয়েছে।
পদ্মা পাড়ের উপজেলা শ্রীনগর উপজেলার সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তা মোঃআজিজুল ইসলাম (অতি) জানান, এই ঝাটকা সংরক্ষণ সপ্তাহে ১০ ইঞ্চির নিচে যেই ইলিশ রয়েছে তাই আসলে ঝাটকা , এই ইলিশ ধরলে ভবিষ্যতে বড় ইলিশ নিধন হয়ে যাবে।

তাই ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে এই স্লোগান কে সামনে রেখে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ কার্যক্রম পরিচালনার কথা জানান তারা ,এই সময় তারা ক্যাম্পেইন সহ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান এই কর্মকর্তা। তবে মাছ ধরার এই সময়তে জেলেদের জীবিকা নির্বাহের জন্য চাল ও বকনা গাভী দেওয়ার ও কথা জানান এই কর্মকর্তা।