মানববন্ধন
নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে শ্রীনগরে মানববন্ধন

শ্রীনগরে মানববন্ধন
১৭ দিন ধরে নিখোঁজ শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গা প্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোমান শেখের (১৬) সন্ধানে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের শিংপাড়া বাজার সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, রোমান শেখ সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের পুত্র। অভাবের কারণে সে মাঝে মধ্যে তার বাবার অটোরিক্সা নিয়ে বের হতো।
গত ২১ জানুয়ারী বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে পার্শ্ববর্তী নন্দনকোনা এলাকা থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় রোমানের বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এর সাথে সম্পৃক্ত এপ্রিল, সিয়াম ও মানিক নামে তিনজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩১ জানুয়ারী শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামের সায়েদ ফকিরের বাড়ি থেকে অটোরিক্সাটি উদ্ধার করে। উদ্ধার করা হয় রোমানের ব্যবহৃত মোবাইল ফোনটিও।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা প্রশ্ন করেন আসামী গ্রেফতার, অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধার করা হলেও রোমানের সন্ধান কেন মিলছে না। দ্রæত এবং জোরালো পদক্ষেপ গ্রহন করে রোমানকে উদ্ধারের দাবী জানান তারা। বক্তব্য রাখেন বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন মিয়া কাজী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মঞ্জু মিয়া ও লাভলুসহ অনেকে।
আপনার মতামত লিখুন