শ্রীনগরে সেবা পরিবহনে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেল সংঘর্ষে আহত – ২

মুন্সীগঞ্জের শ্রীনগর-দোহার আন্তঃ সড়কের সেবা পরিবহনে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেল সংঘর্ষে দুই জন আহত গুরুত্বর আহত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রাঢ়ীখালের দামলা এলাকায় ভূঁইয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে তাদের অবস্থার অবনতি দেখে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
আহত মোটর সাইকেলটির চালক শাহেদ ঢালী দামলা গ্রামের রাশেদ ঢালীর ছেলে ও মোত্তাকিম বাসাইভোগ গ্রামের মানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কটির দামলা এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস দামলা এলাকায় থামিয়ে যাত্রী উঠাচ্ছিল। এ সময় মোটর সাইকেলটি বাসের পিছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহযোগীতায় ফায়ার সার্ভিস আহত ২ জনকে উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করে।
আপনার মতামত লিখুন