দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সিগঞ্জ জেলার একাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে।
বহিষ্কৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা। এছাড়া মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ এবং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকেও বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারের মাধ্যমে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও আদর্শিক অবস্থান বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
মন্তব্য করুন