সারাদেশে বিরোধী পক্ষের উপর হামলার মাস্টারমাইন্ড এবং সন্ত্রাসীদের গডফাদার তারেক রহমান বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী।
সন্ত্রাসের পথ ছেড়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করার পরামর্শ দিয়ে তরুণ এই নেতা বলেন, ‘আপনার পিতা জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন। আপনার মা খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আঁটকে রেখেছিল। কোনো নেতা গিয়ে তাকে ছাড়াতে পারেনি। আপনার মা কে যারা মুক্ত করেছে তাদের বুকে বুলেট চালাবেন না। অকৃতজ্ঞ হবেন না।’
দেশব্যাপী নারীর প্রতি সংহিসতা ও বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্বক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম । গতকাল শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের উপজেলা সেক্রেটারি নিহত হন।
নাসিরুদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে বলেন, আজ আমরা দাঁড়িয়েছি শহিদ ভাইয়ের লাশ সামনে নিয়ে। এই শহিদী মিছিলে আছেন আমাদের প্রিয় শহিদ ওসমান হাদী ভাই। এই শহিদী মিছিলে আরো আছেন ২০১৩ সালের ৫ মে হেফাজতের আন্দোলনে খুন হওয়া শহিদেরা। আরো আছেন ২৮ অক্টোবরের শহিদ যাদের লাশের উপর নৃত্য করেছিল ফ্যাসিস্ট দল। সময় আছে, শেখ হাসিনা থেকে আপনারা শিক্ষা নিন। তারা শহিদী মিছিল বড় করেছিল। এখন হাসিনা দিল্লিতে, কিন্তু আমরা দেশে আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।
তিনি আরো বলেন, আমাদের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গবেন না। আমরা ধৈর্য্য ধারণ করছি। যদি ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায় তবে আপনার পরিণতিও হবে হাসিনার মত। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ব্যালটের মাধ্যমে এই সন্ত্রাসের জবাব দেওয়ার। আপনাদেরকে ব্যালটের মাধ্যমে পরাজিত করে এই হত্যার প্রতিশোধ নিব আমরা।
মন্তব্য করুন