বিক্রমপুর আদর্শ কলেজে পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন

বিক্রমপুর আদর্শ কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে তারা।
পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় ৩শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ ৩০ বছরের বেশি সময় ধরে এই কলেজে পরীক্ষার কেন্দ্র। এই কলেজে কোন অনিয়ম নাই, নকল নাই, প্রশাসনের কোন অদক্ষতা নাই। ষড়যন্ত্রমূলক ভাবে এই কলেজ থেকে কেন্দ্র বাতিল করা হয়েছে। আজকে আমরা মানববন্ধনের মাধ্যমে ৭২ ঘণ্টা আল্টিমেটাম দিচ্ছি। যদি এখানে কেন্দ্র বহাল করা না হয়। তাহলে আমরা ঢাকা মাওয়া মহাসড়ক বন্ধসহ বৃহত্তর কর্মসূচি দিব।
এ সময় বক্তব্য দেন, বিক্রমপুর আদর্শ কলেজের প্রিন্সিপাল ওয়াহিদুর রহমান, প্রফেসর আব্দুল জলিল, লিপুসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন