খুঁজুন
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র, ১৪৩১

সিরাজদিখানে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অভিষেক দাস
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
সিরাজদিখানে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে সিরাজদিখান উপজেরা ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ হয়।

মিছিলটি সিরাজদিখান উপজেলা মোড় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে সিরাজদিখান বাজার,থানার মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সিরাজদিখান থানা গেইট সংলগ্ন সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন, হাফেজ মহিউদ্দিন আহমেদ,মোঃ রাতুল হাসান শান্ত, জুয়েল শেখ, মো: বাবুল হোসেন,মো: রিয়াজ মাহমুদ ,তাইয়েব শেখ,বীর শামীম , মো: নাজমুল হাসা, মাওলানা মিজানুর রহমান রেজাউল করিম, আজহার ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার ? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। মুসলমানদের পুরনো ঐতিহ্য আমরা ভুলে যেতে বসেছি।

শিক্ষার্থীরা জানান, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।
উল্লেখ্য,দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

মুন্সীগঞ্জে শীঘ্রই মেডিকেল কলেজ স্থাপন করা হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে শীঘ্রই মেডিকেল কলেজ স্থাপন করা হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী জানান,অতি শীঘ্রই মুন্সীগঞ্জে একটি সরকারী মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ শুরু করা হবে এবং সদরের মুক্তারপুর থেকে শ্রীনগরের ছনবাড়ী পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের ঘোষণের কাজ হাতে নেওয়া হবে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তিনজন উপদেষ্টা ও ছয়জন সচিবের দুই ঘন্টা মিটিং শেষে, সাংবাদিকদের সাথে এসব কথা বলেন স্বরাষ্ট উপদেষ্টা। সভায়, মুন্সীগঞ্জ জেলায় সরকারী মেডিক্যাল কলেজ স্থাপন,সড়ক ও জনপদ বিভাগের রাস্তা ঘাট উন্নয়ন, মুন্সীগঞ্জের রাস্তা সংক্রান্ত প্রকল্প ও কাটাখালি খাল উন্নয়ন প্রকল্পসহ, উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এসময় শিল্প এবং গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং অর্থ মন্ত্রনালয়ের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিনসহ ছয়টি মন্ত্রনালয়ের সচিবগন উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন নৌ বাহিনীর প্রধান এডমিরাল মো: নাজমুল হাসান। সভায় বিশেষ অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার প্রত্ম তাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমুহ নিয়ে প্রনীত প্রত্মকথা নামক একটি ভ্রমন বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

পদ্মাসেতু উত্তরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ উভয় পক্ষের দায় অস্বীকার।

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
পদ্মাসেতু উত্তরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ উভয় পক্ষের দায় অস্বীকার।

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনার দায় অস্বীকার করেছে উভয় পক্ষ।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মাসেতু উত্তর থানার মেদেনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া দর্জিবাড়ি মাঠে আওলাদ খান গং ও আল-আমীন খান গং-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

সংঘর্ষ চলাকালে প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলির শব্দ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কোস্টগার্ড।
পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড ও কোস্টগার্ড ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এলাকাবাসীরা জানান, রাতের অন্ধকারে হঠাৎ করে গুলির শব্দ ও হইচই শুরু হয়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে।
একাধিক ব্যক্তি জানান, আওলাদ হোসেন খান ও আল-আমিন খান গং-এর মধ্যে পুরনো শত্রুতার জের ধরেই এ সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে শ্রমিক দল নেতা মোঃ আওলাদ হোসেন খান বলেন, “আল-আমিন খান তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায় ও প্রতিবেশী একটি বাড়িতে ভাঙচুর করে। তারা ৪০-৫০ জনের একটি দল ছিল এবং তাদের কাছে বন্দুক ছিল, যার দ্বারা গুলি চালানো হয়। তারা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ এবং চাঁদাবাজির সাথে জড়িত।

অপরদিকে,যুবদল নেতা মোঃ আল-আমিন খান বলেন, আমার আওলাদ হোসেনের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ঘটনার শুরু হয় ছাত্রদল ও যুবলীগ কর্মীদের হাতাহাতি থেকে। পরে দর্জিবাড়ি মসজিদে এশার নামাজ চলাকালে আওলাদ গং-এর সহযোগিতায় কিছু অস্ত্রধারী যুবলীগ কর্মী গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।”
তিনি আরও বলেন, “এতে মসজিদের মুসল্লি এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত হয়ে আমাদের কিছু সমর্থক প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর চালায়।”
এ ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ ঘটে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার 

আরিফ হোসেন হারিছ
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার 

ঢাকার জেলার নবাবগঞ্জ থেকে নিখোঁজের দিন পর মুন্সীঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে সিরাজদিখানথানা পুলিশ।

তার নাম শাহ আলম (৬৫) রোরবার এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রমেরঢাকানবাবগঞ্জ সড়কের  পাশে পড়ে থাকা অবস্থায় অটোরিকশা চালকের ওই লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা চালককে হত্যা করেঅটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা। 

নিহত অটোরিকশা চালক শাহ আলম ঢাকার জেলার  নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। স্বজনরা জানিয়েছেন, প্রতিদিনের মতো গেলো বুধবার নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন চালক শাহ আলম। এরপর রাতে আর বাড়িফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। 

সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো.তাইজুল ইসলাম জানান, সকালে খারশুল গ্রামের রাস্তারপাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতন্তের জন্য লাশমুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চালককে হত্যা করে তারঅটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতকারীরা। পরে লাশ গুমের উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। অটোরিকশা চালক শাহ আলমগত এপ্রিল থেকে নিখোঁজ ছিলো।