
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে সিরাজদিখান উপজেরা ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ হয়।
মিছিলটি সিরাজদিখান উপজেলা মোড় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে সিরাজদিখান বাজার,থানার মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সিরাজদিখান থানা গেইট সংলগ্ন সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন, হাফেজ মহিউদ্দিন আহমেদ,মোঃ রাতুল হাসান শান্ত, জুয়েল শেখ, মো: বাবুল হোসেন,মো: রিয়াজ মাহমুদ ,তাইয়েব শেখ,বীর শামীম , মো: নাজমুল হাসা, মাওলানা মিজানুর রহমান রেজাউল করিম, আজহার ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার ? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। মুসলমানদের পুরনো ঐতিহ্য আমরা ভুলে যেতে বসেছি।
শিক্ষার্থীরা জানান, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।
উল্লেখ্য,দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।