খুঁজুন
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র, ১৪৩১

সিরাজদিখানে ইউপি সদস্যের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
সিরাজদিখানে ইউপি সদস্যের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখান ইউপি সদস্যের উদ্যোগে যুব সমাজ নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা রাজানগর ইউনিয়নের ইউপি সদস্য জি আই চৌধুরী লিটন এর উদ্যোগে তেঘুরিয়া এলাকার যুব সমাজের মাঝে এ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, শেখরনগর ফাড়ির আইসি তাজুল ইসলাম, এস আই আবুল কালাম আজাদ, এস আই মোঃ আক্কাস, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাশেম সরদার, মোঃ ইমান আলী,বিশ্ব মসজিদের ইমাম সাহেব।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, এলাকাবাসী ও যুব সমাজের দাবি নিরীহ লোকজনদের কোন রকম হয়রানি করলে প্রতিবাদ করা হবে। পূর্বে আমলে যারা পুলিশ ছিলেন, মাদক সেবীদের ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারণ মানুষদের হয়রানি করেছেন বলে যুব সমাজ জানান এর পরিপ্রেক্ষিতে পুলিশ বলেন, আপনাদের সর্বপরি সহযোগিতা করা হবে কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের কোনরকম ছাড় দেওয়া হবে না। তবে সাধারণ মানুষের কাছে পুলিশের দাবি একান্ত সহযোগিতার চেয়েছেন এবং এলাকায় যে কোন ধরনের পরিস্থিতিতে এলাকায় বাসি পুলিশের সর্বাধিক সহযোগিতা পাবে বলে আশ্বাস দেন। কোন অন্যায় কোন অপকর্ম আমি যতদিন রয়েছি এখানে কোন অবৈধ কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে জানান আইসি তাজুল ইসলাম।
এ সময় রাজানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি জে আই চৌধুরী লিটন বলেন, মাদকের কোন অবস্থান এখানে থাকবে না এবং কোন রকম অপকর্ম করতে দেওয়া হবে না সর্বোপরি যুব সমাজকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

শ্রীনগরে মৎস আড়ৎ ও বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ , যা মাদ্রাসা ও এতিমখানায় দান

মোঃ আসাদুজ্জামান
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
শ্রীনগরে মৎস আড়ৎ ও বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ , যা মাদ্রাসা ও এতিমখানায় দান

ঝাটকা নির্ধন প্রতিরোধ কার্যক্রম ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল কোর্ট মৎস্য অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব এর নেতৃত্বে এই মোবাইল  পরিচালনা  করা হয়

সময়ে শ্রীনগর উপজেলারসিনিয়র   মৎস্য বিষয়ক কর্মকর্তা মোঃআজিজুল ইসলাম সহ শ্রীনগর থানা পুলিশের একটি টিম অভিযানে ছিলেন।

শুক্রবার সকাল থেকেই শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজার মৎস্য আড়ৎতে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য কর্মকর্তা আজিজুলইসলাম জানান, প্রথমে হাসারা মৎস্য আড়ৎতে অভিযান পরিচালনা করে ২২কেজি জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে ছনবাড়ি আড়ৎ তেঅভিযান করলেও কোন ঝাটকা পাওয়া যায় না। খবর পেয়ে বাকি আরত গুলোতেও জাটকা সরিয়ে ফেলা হয় তাই, পরবর্তীতে মাছ বাজারেঅভিযান পরিচালনা করা হয়। সে সময় বালাশুর বউ বাজার শ্রীনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এর সময় সর্বমোট ৩০কেজির অধিক ঝাটকা জব্দ করা হয়। যা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় এতিমখানায় দান করা হয়। সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তাআজিজুল ইসলাম জানান, তাদের এই জাটকা নিধন কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরেএই স্লোগানকে সামনে রেখে,তারা এই ঝাটকা নিধন কার্যক্রম  চালিয়ে যাবে।

সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ মামলা করে বাড়ি ছাড়া সংখ্যালঘু পরিবার

সিরাজদিখান প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ মামলা করে বাড়ি ছাড়া সংখ্যালঘু পরিবার

মুন্সীগঞ্জ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে ওয়্যারিশ মালিকানা মামলা করে বাড়ি ছাড়া দুই পরিবারের বার সদস্য। আজ শুক্রবার দুপুরেদুপুরে সিরাজদিখান উপজেলায় এক স্বজনের বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে করা অভিযোগ থেকে জানা গেছে, সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর এলাকার কালি দাসমন্ডল,বিপুল মন্ডল দিপু মন্ডলের সঙ্গে আশুতোষ মন্ডল , বিমল মন্ডল তাঁর স্বজনদের এক একর ১১ শতাংশ জমি নিয়ে বিরোধচলছিল। গত ২৯ অক্টোবর ২০২৪ইং আশুতোষ মন্ডল বিমল মন্ডল বিষয়ে সিরাজদিখান উপজেলা ভূমি অফিসে মিস কেস বা আপত্তিমামলা করেন। কেস নং৬৭৪৪/২০১৩১৪ এতে ক্ষুব্ধ হয়ে গত ০৬ এপ্রিল এবং ০৮ এপ্রিল কালি দাস মন্ডল,বিপুল মন্ডল দিপু মন্ডলেরলোকজন তার সমর্থক লাল মিয়ার ছেলে কামাল হোসেন,তারা মিয়ার ছেলে সোলেমান , মোঃ সানিসহ অজ্ঞাত /৬জন বিমল মন্ডল আশুতোষ মন্ডলের উপর হামলা করে। তারা লোহার হাতুরি দিয়ে লোহার রড দিয়ে  পিটিয়ে  বিমল মন্ডলের হাত পা ভাঙচুর করে। পরেনগদ টাকা, দুটি মোবাইল লুটপাট করে নিয়ে যায়। তাদের হামলায় আহত জনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইছাপুরায় ভর্তিকরা হয়। এরপর থেকে আশুতোষ মন্ডল বিমল মন্ডলের লোকজন হামলাকারীদের ভয়ে বাড়ি ছেড়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনায়থানায় অভিযোগ করতে গেলে প্রথমে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তারা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগকরেন।

বিষয়ে আশুতোষ মন্ডল বিমল মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে কালি দাস মন্ডল,বিপুল মন্ডল দিপু মন্ডলের পরিবারের সঙ্গে আমাদেরজমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি সমাধানের জন্য সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) অফিসে পিটিসন মিসকেইস মামলা করি।এরপর কালি দাস মন্ডল,বিপুল মন্ডল দিপু মন্ডলের ভাড়াটে লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। তাদের বাধায় আমরা বাড়িতেযেতে পারছি না। রাস্তায় তারা ধারালো অস্ত্র নিয়ে বসে থাকে।

ভুক্তভোগী বিমল মন্ডল বলেন, আমরা আমাদের বাড়িতে থাকতে পারছি না। আমাদের বাড়িতে গেলে ওরা আমাদের কেটে ফেলবে।কামাল, সোলেমান মোঃ সানি বিপুল মন্ডলের নেতৃত্বে ভাড়া করা লোকজন আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের নিমতলা  প্রকাশ্যে মারধর লুটপাট করেছে। আমরা বাচতে চাই। আমরা আমাদের ওয়ারিশ সম্পত্তি ফিরে পেতে চাই। আমরা হামলাকারীদের বিচারচাই।

অভিযোগ অস্বীকার করে কালিদাস বিপুল মন্ডল জানান, আমরা কামাল তারা মিয়ার ছেরেদেও ভাড়ায় মারপিট করতে আনি নি,বিষয়ে আমার কিছুই জানি না।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহেদ আলম মামুন বলেন, ওই ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।বিষয়টি তদন্ত করে দেখা হবে।

রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন বিএনপি নেতা অহিদুল

সিরাজদিখান প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন বিএনপি নেতা অহিদুল

রসুলপুর (সতুরচর) ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন উদিয়মান তরুণ সমাজসেবক, সিরাজদিখান উপজেলাবিএনপির দপ্তর সম্পাদক(যুগ্মসম্পাদক পদমর্যাদা),

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি যুগ্মআহবায়ক,

সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সফল আহবায়ক,মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাহিত্য প্রকাশনা সম্পাদক,

বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি,ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,

রসুলপুর শাহী জামে মসজিদের সাধারণ সম্পাদক, রসুলপুর হাফেজ খোরশেদ আলম শাহী ঈদগাহের সাধারণ সম্পাদক,রসুলপুরতাহেরুন্নেছা হাফেজি মাদ্রাসার সহসভাপতি,রসুলপুর কবরস্থানের সহসভাপতি,উত্তর বাসাইল জামে মসজিদ মাদ্রাসার সহসভাপতি,

আলমুসলিম গ্রুপ হিসাব বিভাগ (ক্যাশ)এর ম্যানেজার অহিদুল ইসলাম অহিদ।

মাদক মুক্ত সমাজ,মাদ্রাসা   শিক্ষার মান উন্নয়ন, এলাকার সার্বিক উন্নয়নে যাতে  সততা নিষ্ঠার সাথে কাজ করতে পারি সে ব্যাপারেসকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা সঠিক পরামর্শ একান্তভাবে কামনা করি।

ধন্যবাদ এলাকাবাসী সহ শুভানুধ্যায়ী অসংশ্লিষ্ট সবাইকে।