খুঁজুন
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র, ১৪৩১

সাংবাদিককে যুবদল নেতার হুমকি

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:০৪ পূর্বাহ্ণ
সাংবাদিককে যুবদল নেতার হুমকি

পটুয়াখালীতে কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনে যাওয়ায় পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি, এশিয়ান টিভি ও দৈনিক দেশ রূপান্তরের বাউফল উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুঠোফোনে তিনি ওই সাংবাদিককে হুমকি প্রধান করেন। তাদের কথোপকথনের একটি অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে যুবদল নেতা সোহাগকে বলতে শোনা যায়, ‘আমি জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। আপনি কেন কাজের সাইডে গেছেন। কিসের জন্য জাবেন? অনিয়ম করলে অফিস দেখবে আপনি কেন জাবেন। আপনি কি সিভিল ইজ্ঞিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে খোট খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর।  তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কিরতে হবে সেটা দেখাইতেছি। অচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি তুই থাক। তোকে দেখব।’

এছাড়াও অকথ্য ভাষায় ওই সাংবাদিককে গালমন্দ করেন তিনি।

এ ঘটনায় জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীগন ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ঠকাদার কিভাবে দলের পরিচয় ভাঙ্গিয়ে সাংবাদিকের সাথে এহেন খারাপ আচরণ করতে পারেন? কাজের সঠিক পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বিষয়টিকে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানান তারা।

সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগ নামের পটুয়াখালী ভিত্তিক ঠিকাদারকে ফোন করলে তিনি ওই হুমকি দেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তারা সমাজের বিভিন্ন অসংঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাধা দেওয়া কিংবা হুমকি দেওয়ার বিষয় যুবদল সমর্থন করে না। এমন ঘটনা ঘটে থাকলে সেটা দুঃখজনক।

বাউফল থানার ওসি কামাল হো‌সেন ব‌লেন, বিষয়‌টি ফেসবু‌কে ভাইরাল হ‌য়ে‌ছে। আমি দে‌খে‌ছি। এখনও অভি‌যোগ পাইনি। অভিযোগ পে‌লে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

ভাগ্যকুলে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ তাইজুল ইসলাম বিদ্যুৎ
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
ভাগ্যকুলে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার ও মাদক পরিবহনে মোটরসাইকেল জব্দ। অদ্য ১২/০৪/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৭.২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকূল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। শেখ হৃদয় (৩২), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- পশ্চিম বাঘড়া থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত হৃদয় পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। হৃদয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়ধীন

শ্রীনগরে মৎস আড়ৎ ও বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ , যা মাদ্রাসা ও এতিমখানায় দান

মোঃ আসাদুজ্জামান
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
শ্রীনগরে মৎস আড়ৎ ও বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ , যা মাদ্রাসা ও এতিমখানায় দান

ঝাটকা নির্ধন প্রতিরোধ কার্যক্রম ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল কোর্ট মৎস্য অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব এর নেতৃত্বে এই মোবাইল  পরিচালনা  করা হয়

সময়ে শ্রীনগর উপজেলারসিনিয়র   মৎস্য বিষয়ক কর্মকর্তা মোঃআজিজুল ইসলাম সহ শ্রীনগর থানা পুলিশের একটি টিম অভিযানে ছিলেন।

শুক্রবার সকাল থেকেই শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজার মৎস্য আড়ৎতে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য কর্মকর্তা আজিজুলইসলাম জানান, প্রথমে হাসারা মৎস্য আড়ৎতে অভিযান পরিচালনা করে ২২কেজি জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে ছনবাড়ি আড়ৎ তেঅভিযান করলেও কোন ঝাটকা পাওয়া যায় না। খবর পেয়ে বাকি আরত গুলোতেও জাটকা সরিয়ে ফেলা হয় তাই, পরবর্তীতে মাছ বাজারেঅভিযান পরিচালনা করা হয়। সে সময় বালাশুর বউ বাজার শ্রীনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এর সময় সর্বমোট ৩০কেজির অধিক ঝাটকা জব্দ করা হয়। যা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় এতিমখানায় দান করা হয়। সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তাআজিজুল ইসলাম জানান, তাদের এই জাটকা নিধন কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরেএই স্লোগানকে সামনে রেখে,তারা এই ঝাটকা নিধন কার্যক্রম  চালিয়ে যাবে।

সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ মামলা করে বাড়ি ছাড়া সংখ্যালঘু পরিবার

সিরাজদিখান প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ মামলা করে বাড়ি ছাড়া সংখ্যালঘু পরিবার

মুন্সীগঞ্জ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে ওয়্যারিশ মালিকানা মামলা করে বাড়ি ছাড়া দুই পরিবারের বার সদস্য। আজ শুক্রবার দুপুরেদুপুরে সিরাজদিখান উপজেলায় এক স্বজনের বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে করা অভিযোগ থেকে জানা গেছে, সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর এলাকার কালি দাসমন্ডল,বিপুল মন্ডল দিপু মন্ডলের সঙ্গে আশুতোষ মন্ডল , বিমল মন্ডল তাঁর স্বজনদের এক একর ১১ শতাংশ জমি নিয়ে বিরোধচলছিল। গত ২৯ অক্টোবর ২০২৪ইং আশুতোষ মন্ডল বিমল মন্ডল বিষয়ে সিরাজদিখান উপজেলা ভূমি অফিসে মিস কেস বা আপত্তিমামলা করেন। কেস নং৬৭৪৪/২০১৩১৪ এতে ক্ষুব্ধ হয়ে গত ০৬ এপ্রিল এবং ০৮ এপ্রিল কালি দাস মন্ডল,বিপুল মন্ডল দিপু মন্ডলেরলোকজন তার সমর্থক লাল মিয়ার ছেলে কামাল হোসেন,তারা মিয়ার ছেলে সোলেমান , মোঃ সানিসহ অজ্ঞাত /৬জন বিমল মন্ডল আশুতোষ মন্ডলের উপর হামলা করে। তারা লোহার হাতুরি দিয়ে লোহার রড দিয়ে  পিটিয়ে  বিমল মন্ডলের হাত পা ভাঙচুর করে। পরেনগদ টাকা, দুটি মোবাইল লুটপাট করে নিয়ে যায়। তাদের হামলায় আহত জনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইছাপুরায় ভর্তিকরা হয়। এরপর থেকে আশুতোষ মন্ডল বিমল মন্ডলের লোকজন হামলাকারীদের ভয়ে বাড়ি ছেড়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনায়থানায় অভিযোগ করতে গেলে প্রথমে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তারা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগকরেন।

বিষয়ে আশুতোষ মন্ডল বিমল মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে কালি দাস মন্ডল,বিপুল মন্ডল দিপু মন্ডলের পরিবারের সঙ্গে আমাদেরজমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি সমাধানের জন্য সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) অফিসে পিটিসন মিসকেইস মামলা করি।এরপর কালি দাস মন্ডল,বিপুল মন্ডল দিপু মন্ডলের ভাড়াটে লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। তাদের বাধায় আমরা বাড়িতেযেতে পারছি না। রাস্তায় তারা ধারালো অস্ত্র নিয়ে বসে থাকে।

ভুক্তভোগী বিমল মন্ডল বলেন, আমরা আমাদের বাড়িতে থাকতে পারছি না। আমাদের বাড়িতে গেলে ওরা আমাদের কেটে ফেলবে।কামাল, সোলেমান মোঃ সানি বিপুল মন্ডলের নেতৃত্বে ভাড়া করা লোকজন আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের নিমতলা  প্রকাশ্যে মারধর লুটপাট করেছে। আমরা বাচতে চাই। আমরা আমাদের ওয়ারিশ সম্পত্তি ফিরে পেতে চাই। আমরা হামলাকারীদের বিচারচাই।

অভিযোগ অস্বীকার করে কালিদাস বিপুল মন্ডল জানান, আমরা কামাল তারা মিয়ার ছেরেদেও ভাড়ায় মারপিট করতে আনি নি,বিষয়ে আমার কিছুই জানি না।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহেদ আলম মামুন বলেন, ওই ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।বিষয়টি তদন্ত করে দেখা হবে।