শ্রীনগরে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে তিন লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ মোঃ বজলু কাজী (৪৫) ও তার ছেলে মোঃরোমান কাজী (২১) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব–১০।
মঙ্গলবার বেলা পৌণে ১২ টার দিকে উপজেলার রাঢ়ীখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বজলু কাজী উপজেলার মধ্য বাঘড়া এলাকার মৃত ফজলুর রহমান কাজীর ছেলে ও মোঃ রোমান কাজী ১নংবিবাদীর ছেলে।
র্যাব–১০ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমের জানান, র্যাব–১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল রাঢ়ীখাল এলাকাথেকে তিন লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ তাদের পিতা পুত্রকে গ্রেফতার করেন।
স্থানীয়ভাবে জানা যায়, গ্রেফতারকৃত পিতাপুত্র পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতেঅবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জের শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদেরবিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন