শ্রীনগরে মৎস আড়ৎ ও বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ , যা মাদ্রাসা ও এতিমখানায় দান

ঝাটকা নির্ধন প্রতিরোধ কার্যক্রম ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল কোর্ট ও মৎস্য অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব এর নেতৃত্বে এই মোবাইল পরিচালনা করা হয় ।
এ সময়ে শ্রীনগর উপজেলারসিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তা মোঃআজিজুল ইসলাম সহ শ্রীনগর থানা পুলিশের একটি টিম অভিযানে ছিলেন।
শুক্রবার সকাল থেকেই শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজার ও মৎস্য আড়ৎতে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য কর্মকর্তা আজিজুলইসলাম জানান, প্রথমে হাসারা মৎস্য আড়ৎতে অভিযান পরিচালনা করে ২২কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে ছনবাড়ি আড়ৎ তেঅভিযান করলেও কোন ঝাটকা পাওয়া যায় না। খবর পেয়ে বাকি আরত গুলোতেও জাটকা সরিয়ে ফেলা হয় তাই, পরবর্তীতে মাছ বাজারেঅভিযান পরিচালনা করা হয়। সে সময় বালাশুর বউ বাজার ও শ্রীনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এর সময় সর্বমোট ৩০কেজির অধিক ঝাটকা জব্দ করা হয়। যা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় দান করা হয়। সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তাআজিজুল ইসলাম জানান, তাদের এই জাটকা নিধন কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে । ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরেএই স্লোগানকে সামনে রেখে,তারা এই ঝাটকা নিধন কার্যক্রম চালিয়ে যাবে।
আপনার মতামত লিখুন