মানববন্ধন
শ্রীনগরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানব বন্ধন

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজারে ত্বোয়াহা প্লাজার সামনের এলাকাবাসীর আয়োজনে এমানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে অংশ গ্রহন করে এলাকাবাসী বলেন, আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও উত্তরপাড়া এলাকার গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী মোশারফশেখ ও তার স্ত্রী রানী বেদেনী দীর্ঘদিন যাবৎ এলাকার উঠতি বয়সী যুবক যুবতীদের কাছে বিভিন্ন প্রকার নেশা বিক্রি করে যুব সমাজ নষ্ট করেফেলছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে আরো বলেন, দ্রুত এই মাদক ব্যবসায়ী গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী মোশারফ শেখ ও তার স্ত্রী রানীবেদেনীদের গ্রেফতারের দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, আতিকুর রহমান লিমন, হাতেম মাঝি,আতিক, মাসুদ মাঝি,ওসমান গনি,তারিফ হোসেন, শাকিল আহমেদ, আবুল বাশার,সেলিম শেখ,রতন শেখ, শাহজাহান শেখ, জসিম দেওয়ান, তানভীর, মিজানুর, আজিজ শেখ, টিও আহমেদ, শামীম, মোস্তাক,মোজাম্মেল শেখসহ শতাধিক এলাকাবাসী।
আপনার মতামত লিখুন