শ্রীনগরে বিধবার বসতভিটির সম্পত্তি জোর পূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক বিধবার বসতভিটির সম্পত্তি জোড় পূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার তন্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুফিগঞ্জ এলাকার পারাগাঁও মৌজার ৫ শতাংশ বসতভিটির সম্পত্তিদখলের অভিযোগ ঐ এলাকার মৃত বারেক শেখের ছেলে নান্টু শেখ ও ইব্রাহীম শেখের বিরুদ্ধে। এব্যাপারে ভুক্তভোগী মৃত মজিবর শেখেরস্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও মৌজার সাবেক ৫৭ আরএস ৭২ দাগের ৫ শতাংশ বসতভিটির সম্পত্তি ভুক্তভোগীরোকেয়া বেগমের স্বামী মৃত মজিবর শেখ পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক। বিভিন্ন সময়ে ঐ সম্পত্তি মৃত মজিবরের সৎ ভাই নান্টু শেখ ওইব্রাহীম শেখগং জোড়পূর্বক দখলের পায়তারা করে আসছে। গত কয়েকদিন ধরে নান্টু শেখগং বড় ভাই মৃত মজিবরের স্ত্রী বিধবা রোকেয়াবেগমের ঐ সম্পত্তি জোড় পূর্বক দখলের নিয়ে ঘর নির্মাণ করছেন নান্টু শেখ গং।
এব্যাপারে অভিযুক্ত নান্টু শেখের স্ত্রী সিনথিয়া বেগম বলেন, আমার ভাশুর মৃত মজিবর শেখ বরিশালে ব্যবসা করাকালে তার মৃত্যু হয়। ঐসময় ভাশুরের পাওনাদাররা ভাশুরের স্ত্রী রোকেয়া বেগমসহ তার দুই সন্তানকে আটক রাখে। পরে আমার স্বামী চার লক্ষ টাকা ঋণ দিয়েরোকেয়া বেগমদের ছাড়িয়ে আনেন এবং আমার স্বামী কাছে আড়াই শতাংশ জায়গা বিক্রি করার কথা বলে আরো আড়াই লক্ষ টাকা নেনরোকেয়া বেগম। পরবর্তীতে করোনা কালিন সময় রোকেয়া বেগমের ছেলে রাজু বিদেশে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসার পর পূনরায়রাজুকে বিদেশে পাঠানোর কথা বলে আমার দেবর মজনুর কাছ থেকে আরো দুই লক্ষ টাকা নেয়। পরবর্তীতে রোকেয়া বেগম জমি রেজিস্ট্রি করে না দিয়ে ও আমাদের কাছে নেয়া টাকা ফেরত না দিয়ে ঐ জমি অন্যত্র বিক্রি করার পায়তারা করছেন। এজন্য আমরা এখানে ঘরউত্তোলন করছি। সে যখন আমাদের টাকা ফেরত দিবে তখন আমরা তার জায়গা ছেড়ে দিব।
আপনার মতামত লিখুন