শ্রীনগরে দিন দুপুরে বসত বাড়ীতে দুর্ধর্ষ চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগরে দিন দুপুরে একটি বসতবাড়ীর মেইন গেইটের তালা ভেঙ্গে চুরি ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের পলাশ মজুমদার জানান, তার পরিবার মঙ্গলবার ভোরে ও তার চাচা পরিবারের সকলেই সকাল ৯টার দিকের শেখরনগর কালী পুজার মেলাতে যায় এবং সকাল ১০টার দিকে চাচা হরিপদ মজুমদার দুধ নিয়ে বাজারে যায়। দুপুর ১২টার দিকে বাড়ীতে এসে দেখে তার বসত বাড়ীর মেইন গেইটের তালা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখেন ঘরে থাকা দুইটি স্ট্রীলের আলমারী ভেঙ্গে আলমারীতে টাকা নগদ ১ লক্ষ টাকাসহ ১১ভরি স্বর্ণালংকার ও চাচা হরিপদ মজুমদারে বসতঘরে মেইন গেইটের তালা ভেঙ্গে ঘরে থাকা আলমারী ভেঙ্গে ০৮ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ টাকা নিয়ে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে পিছনের দরজা দিয়ে চলে যায়।
চাচা হরিপদ মজুমদার জানান, ভোরে আমার ভাইয়ের পরিবার এবং সকাল ৯টার দিকে আমার পরিবারের সকলেই শেখরনগর কালীপুজার মেলায় যায়। আমি সকাল সোয়া ১০টার দিকে দুধ বিক্রি করার জন্য বাজারে যাই। দুপুর ১২টার দিকে বাড়ীতে এসে দেখি আমার এবং আমার বড় ভাইয়ের বসত ঘরের মেইন গেইটের তালা ভাঙ্গা। পরে ঘরে ঢুকে এই চুরি ঘটনা দেখতে পাই।
আপনার মতামত লিখুন