শ্রীনগরে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণ নাশের হুমকি

মুন্সীগঞ্জের শ্রীনগরে জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্য বাদীসহ তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পূর্ব খৈয়াগাঁও এলাকায় এ হুমকির ঘটনা ঘটে।
এব্যাপারে ভুক্তভোগী দ্বীন ইসলাম বাদী হয়ে হুমকি দাতা উজ্জল শেখসহ ৪জনের বিরুদ্ধে থানায় একটি ডায়রী করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, মামলা মোকদ্দমা জের ধরে গত ১৫ মার্চ রাত ৭টার দিকে একই এলাকার মনির শেখ,আওলাদ শেখ,উজ্জল শেখ,অহিদুল শেখ,খোরশেদ শেখ,ইকবাল শেখ,আরশেদ শেখ, সাগর শেখ ও শহীদ শেখসহ আরো অজ্ঞাত নামা ২০-২৫ জন ভুক্তভোগীসহ তার স্ত্রী রুপা বেগম ও বড় ভাই আসলাম শেখকে বে-আইনীভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্য দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে এবং বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ঘরে থাকা স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এঘটনায় দ্বীন ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে। ঐ মামলায় উজ্জল, আরশেদ, সাগর ও শহিদগং বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় ভুক্তভোগী দ্বীন ইসলামকে আসামীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে গালিগালাজ করে এবং মামলা তুলে না নিলে ভুক্তভোগীসহ তার পরিবারকে প্রাণের মেরে ফেলার হুমকি দেয়।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ বলেন, এ মামলার মুল বিবাদীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। বাদীকে মামলা তুলে নেয়ার হুমকির ঘটনায় থানায় একটি ডায়রী করা হয়েছে।
আপনার মতামত লিখুন