শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মদনখালী স্টার ক্লাব ও এলাকাবাসীরআয়োজনে স্টার ক্লাব ও নবীসংঘের মধ্যকার এ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মদনখালী স্টার ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সা সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথিহিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
খেলার উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সভাপতি আওলাদ হোসেন উজ্জল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজীশামীম ইমাম সাচ্চু,
শ্রীনগর সরকারী কলেজের ভিপি রফিকুল ইসলাম রজন, নারী ও শিশু ফোরামের জেলা কমিটির সাঃ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিকসম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইদ্রিস আলী,যুবদল নেতা বাদশা, ফয়সাল, বাড়ৈখালী ইউনিয়ন নারী ও শিশুফোরামের সাঃ সম্পাদক রাজিবসহ অনেকেই।
আপনার মতামত লিখুন