শিক্ষার্থী নিহতের ঘটনায় সাভার পৌর আওয়ামীরীগের সহ-সভাপতি সিরাজদিখানে গ্রেফতার

ঢাকা জেলার সাভার মডেল থানার ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুল কাইয়ুম (২৫) শিক্ষার্থী নিহতের ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি সাভার পৌর আওয়ামীরীগ সহ-সভাপতি আমীর হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ বুধবার(৯ এপ্রিল) বিকাল ৩টায় সিরাজদিখান সহকারী কমিশনার ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকাল র্যাব -১০ পক্ষ থেকে এক প্রেস রিলিজ মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আমীর হোসেন সাভার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। সে সাভার বেদেরপাড়া বক্তারপুর এলাকার মৃত আহেদ আলী মাতবরের ছেলে।
র্যাব-১০ প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ০৫/০৮/২০২৪ তারিখ দুপুর াাড়াইটায় ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ধাওয়া করে আন্দোলনকারীদের পিটিয়ে আহত করে এবং আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারী গুলি করে। ঐ সময় আসামীদের এলোপাথারী একটি গুলি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম (২৫) এর পেটে লেগে রাস্তায় লুটিয়ে পরে। পরবর্তীতে ভিকটিম আব্দুল কাইয়ুমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনায় মা বাদী হয়ে ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৩, তারিখ ২৫/০৮/২০২৪ খ্রি., ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক শামীম হাসান সরদার জানান, হত্যা মামলার এজাহার নামীয় আসামী আমির দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারী চালিয়ে আসে। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল সিরাজদিখান উপজেলা ভূমি অফিসের সামনে অভিযান চালায়। এসময় এজাহার নামীয় পলাতক আসামী আমিরকে গ্রেফতারে সক্ষম হন।
তিনি আরো জানান, গত বছরের ৫ আগষ্ট দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন । কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আব্দুল কাইয়ুম। এ ঘটনায় ওই বছরের ২৫ আগষ্ট নিহতের মা বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন