লৌহজংয়ে মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা খুন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে হাতাহাতির ঘটনায় এম এ বাক্কার (৫৫) নামক এক বাবা খুন হয়েছেন।
নিহত ব্যক্তি উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার বাসিন্দা৷ তিনি উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন৷
মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার সাতঘড়িয়া মোড় রাস্তার পাশে এ হাতাহাতির ঘটনা ঘটে৷
বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে৷
এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন৷ নিহত এম, এ বাক্কারের মেয়ে জথী জানান, মৃত সিদ্দিক রহমানের ছেলে তোফায়েল আহমেদ ওরফে জামাল (৫০) সাতঘড়িয়া মোড় রাস্তার পাশে আমার সাথে কুরুচিপূর্ণ কথাবার্তা ও খারাপ আচরণ করে৷ আমাদের সাথে কথা কাটিকাটির সময় এক পর্যায়ে আমার বাবা সাথে হাতাহাতির ঘটনায় এক পর্যায়ে তোফায়েল আহমেদ ওরফে জামাল আমার বাবাকে মারধর, কিল, ঘুষি ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। জরুরী ভিত্তিতে উপজেলা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তোফায়েলের নামে থানা পুলিশের কাছে একটি অভিযোগ দাখিল করেছি।
লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ জানান, এম এ বাক্কারকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে কোন আঘাত চিহ্ন পাওয়া যায়নি। তবে হাটুতে চামড়া উঠে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে ও তার মুখ বাঁকা হয়ে গেছে। পরিবারের লোকজনকে তার মৃত্যু বিষয় নিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন