মুন্সীগঞ্জ সিরাজদিখান শেখরনগরে কালী মা আসছে শান্তির র্বাতা নিয়ে

গত ১৫ চৈত্র মন্দির প্রাঙ্গনে মায়ের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শ্রী শ্রী মা রক্ষাকালী পূজা।
শান্তি সংহতি সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক দেবী মা রক্ষা কালী। দুস্টের দমন শিষ্টের পালন বিশ^ব্যাপী অবারিতমঙ্গলধ্বনি বয়ে যাক মহাশক্তি ত্রিনয়নী এমন প্রত্যয়ের বার্তা নিয়ে আসছেন লোকালয়ে। দেবীর পদতলে ভক্তিভরে পুস্পঞ্জলী দেয়ার অমিয়প্রত্যাশায় আয়োজন করতে যাচ্ছে শ্রী শ্রী মা রক্ষা কারী পূজার শক্তি আরাধনায় মাঙ্গলিক মহোৎসব। রক্ষা কালী মা আসছে প্রানের পূজারঅর্ঘ নিতে।
১৭ চৈত্র ১৪৩১ বাংলা (৩১ মার্চ) সকাল থেকে মন্ডপে ভক্তরা আসতে শুরু করেছেন। ভক্তদের বাসনা পৃথিবী থেকে সব অশুভ শক্তি বিনাশকরে শান্তির বার্তা দিবেন দুর্গতিনাশিনী মা রক্ষা কালী। মর্তলোকে আগমনের পর মঙ্গলবার রাত ১২.০১মিঃ শ্রী শ্রী মা রক্ষা কারী পূজার পরঅনুষ্ঠিত হবে পাঠা উৎসর্গ অনুষ্ঠান।
১৮ চৈত্র ১৪৩১ বাংলা (০১ এপ্রিল ) মঙ্গলবার সকাল থেকে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মা রক্ষাকালী পূজায় উৎসব শান্তিপূর্ণ করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও জেলা প্রশাসন।
শেখরনগর ঐতিহ্যবাহী মা রক্ষা কালী পূজায় কামটির কোষাধ্যক্ষ দিপংকর চন্দ্র দাস বলেন, মায়ের আগমনী শান্তির বার্তা নিয়ে মা আসছেনমর্তলোকে! মায়ের আগমনে পবিত্র হোক এই ধরা।
শেখরনগর ঐতিহ্যবাহী মা রক্ষা কালী পূজায় কামটিরসহ সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, সনাতন (হিন্দু) ধর্মীয় উৎসব হলেওসব সম্প্রদায়ের মানুষ আসেন এই মেলায়। দেশের দূর–দূরান্ত থেকে হাজার হাজার নারী–পুরুষ ও শিশুরা আসে।
শেখরনগর ঐতিহ্যবাহী মা রক্ষা কালী পূজায় কামটির সাধারণ সম্পাদক ধীরেন চন্দ্র দাস জানান, গুরুত্বপূর্ণ মন্ডপে সিসিটিভি ক্যামেরারয়েছে। এছাড়া মন্ডপে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি করা হয়েছে, যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া পূজাশান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সিরাজদিখান থানা অফির্সাস(ওসির্) ইনচার্জ শাহেদ আলম মামুন জানান, দুর্গাপূজা শান্তি পূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। থানা পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দা পুলিশ। রয়েছে ট্রাফিক ব্যবস্থাও। এছাড়াজেলা পুলিশের কন্টোলরুম থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দর্শনার্থীর নিরাপত্তা ও পূজা সম্পন্ন করতে কোথাও কোন কমতি নেই।
সিরাজদিখান–টংগীবাড়ি সার্কেল সহতারী পুলিশ সুপার আ.ন.ম.ইমরান খান বলেন, সিরাজদিখান, শেখরনগর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী পূজায় কঠোর ব্যবস্থা নেয়ায় মেলায় কোনো ধরনের অশ্লীলতার সুযোগ নেই।
আপনার মতামত লিখুন