মুন্সিগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩০ মার্চ দৈনিক মুক্ত খবর পত্রিকায় মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা গং চাঁদাবাজিতে এলাকাবাসীঅতিষ্ঠ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
এ সংবাদের প্রতিবাদ করেছেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসিদ্দিক মোল্লা । প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা গংদের বিরুদ্ধেচাঁদাবাজি,জমিদখল,সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক অভিযোগ উঠেছে এরুপ সংবাদের ঘনটনা সম্পূর্ণ মিথ্যা। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ ঘটনা ঘটাচ্ছে। চাঁদাবাজি,জমিদখল,সন্ত্রাসী কর্মকান্ডকরা আমার পক্ষে প্রশ্নই উঠেনা। খবরে আরো বলা হয়েছে, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ট। সংসারচালানোর মত তার কোন চাকরী নেই ব্যাবসা নেই শুধু চাঁদাবাজির টাকা দিয়ে তার সংসার চলে এসব ডাকা মিথ্যা বানোয়াট কথা,এসবকথার কোন প্রমান নেই। আমার ছেলে সাঈদ মাদকাসক্ত এই কথা সর্ম্পূন্য মিথ্যা। আমার দল বিএনপি ২০২৪ ইং সালে জাতীয় নির্বাচনেঅংশ নেয়নি আমিও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর নিকট হতে কোন টাকা নেইনি। টাকা নেওয়ার কোনপ্রমান কেউ দেখাতে পারবে না। আমি আমার মূল দলের সাথে রয়েিেছ, আমি দলে কোন কোন্দল সৃস্টি করিনি। রাজনৈকিতক মিথ্যামামলা ছাড়া আমার নামে কোন মামলা নেই। আমার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আমি কোন মিথ্যা মামলা দেইনি। সংবাদে আমার বক্তব্যলিখা হয়েছে কিন্তু কোন সাংবাদিক আমার সাথে এ বিষয়ে কোন কথা বলেননি বা জানতে চাননি। আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যাতথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে। আমি বিগতদিন অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সিরাজদিখান–মুন্সীগঞ্জ জেলায় বিএনপি,স্বেচ্ছাসেবক দলের সব কার্যক্রম পরিচালনা করায় একটি কুচক্রী মহল আমার দীর্ঘদিনের সুনাম, যশ, খ্যাতিকেক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে এ ধরনের ঘৃন্য এবং মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমি বিএনপি তারুন্যের অহ্কংার তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে বিগত দিন এবং আজকে পর্যন্ত তাদেরনির্দেশনা অনুযায়ী আমার মেধা দিয়ে নিজের ,স্বেচ্ছাসেবক দলের ও বিএনপির সুনাম বৃদ্ধিতে চেষ্টা করছি যা, ভবিষ্যতে আরো প্রসারিতহবে। আমি এ ধরনের ঘৃন্য ও মিথ্যা সংবাদ এর তীব্র্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সিদ্দিক মোল্লা
সাধারণ সম্পাদক
মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল
আপনার মতামত লিখুন