মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসবি’র প্রধান পরিদর্শন।

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ শাখার এসবি’র প্রধান এ্যাডিশনাল আইজি জনাব গোলাম রসুল আগমন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ ২০ই মার্চ ২০২৫ খ্রি. বৃহস্পতিবার আজ সকাল সাড়ে দশটায় জনাব মো. গোলাম রসুল, এ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় পুলিশ সুপারের কার্যালয় মুন্সীগঞ্জে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় এ্যাডিশনাল আইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে এ্যাডিশনাল আইজি মহোদয় মুন্সীগঞ্জ ডিএসবি পরিদর্শন করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার ফোর্সদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
এ সময় পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয় ছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, ডিআই-১ আনোয়ার ও সদর থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল আলম পিপিএম প্রমুখ ।
আপনার মতামত লিখুন