পদ্মা সেতু টোল প্লাজায় ঘর মুখো মানুষের ঢল

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি৷ ঈদের ছুটির প্রথম দিনে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ৷ এতে মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানবাহনের সারি।
শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে পদ্মা সেতুতে মোটর সাইকেলের পাশাপাশি গণপরিবহনের চাপ বেড়েছে ৷ এর ফলে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে৷ ভোর থেকেই ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের চাপ বেড়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েসহ মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চাপ কমেছে৷পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা অনেক সহজ হয়েছে, তবে অতিরিক্ত গাড়ির চাপের কারণে টোল প্লাজায় ভোগান্তি বাড়ছে। বিশেষ করে মোটরসাইকেলগুলোর জন্য টোল আদায়ে সময় নিচ্ছে৷
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, আজ সকালে টোল প্লাজায় গাড়ির চাপ বাড়তে থাকে। মোটরসাইকেলের জন্য আলাদা ৩টি বুথ চালু করা হয়েছে, তবুও যানজট কমাতে সহযোগী বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। সেতু এলাকায় বর্তমানে ১ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা যাচ্ছে৷হাসাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে৷ মাওয়া ট্রাফিক পুলিশের টিআই বলেন, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে। পদ্মা সেতু টোল প্লাজায় গাড়ির জট সৃষ্টি হয়েছে, এবং আমরা সেগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি।
ঈদ যাত্রার এই সময়ে, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের৷ আইনশৃঙ্খলা বাহিনী এবং সেতু কর্তৃপক্ষ মিলে যানজট কমানোর চেষ্টা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন