কামারগাঁওয়ে জমিজমা নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা আহত-২

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সহোদর দুই ভাই গুরুত্বর আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত পারভেজসহ তার বড় ভাই কামরুজ্জামানকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় পারভেজ বাদী হয়ে ভাগ্যকুল ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি মোশারফ হোসেনকে প্রধান বিবাদী করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেনের সাথে ভুক্তভোগী পারভেজদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে আঃলীগ নেতা মোশাররফসহ ছেলে ওয়ালিদ বেপারী, ভাই শহিদ বেপারী, ভাতিজা মাসুক বেপারী ও মৃত নুরু ভুইয়ার ছেলে সেলিম ভুইয়াগং জোড়পূর্বক ভুক্তভোগীর জমির ঘাস কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ভুক্তভোগীর বড় ভাই কামরুজ্জামান বাধা দিলে আঃলীগ নেতা মোশাররফের হুকুমে অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্য দা, লাঠি লোহার দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। ভাইকে রক্ষা করার জন্য ভুক্তভোগী পারভেজ এগিয়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্য পিটিয়ে গুরুত্বর জখম করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা।
এব্যাপারে অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এস আই আঃ রাজ্জাক বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন