খুঁজুন
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ, ১৪৩২

কামারগাঁওয়ে জমিজমা নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা আহত-২

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
কামারগাঁওয়ে জমিজমা নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা আহত-২

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সহোদর দুই ভাই গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত পারভেজসহ তার বড় ভাই কামরুজ্জামানকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় পারভেজ বাদী হয়ে ভাগ্যকুল ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি মোশারফ হোসেনকে প্রধান বিবাদী করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেনের সাথে ভুক্তভোগী পারভেজদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে আঃলীগ নেতা মোশাররফসহ ছেলে ওয়ালিদ বেপারী, ভাই শহিদ বেপারী, ভাতিজা মাসুক বেপারী ও মৃত নুরু ভুইয়ার ছেলে সেলিম ভুইয়াগং জোড়পূর্বক ভুক্তভোগীর জমির ঘাস কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ভুক্তভোগীর বড় ভাই কামরুজ্জামান বাধা দিলে আঃলীগ নেতা মোশাররফের হুকুমে অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্য দা, লাঠি লোহার দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। ভাইকে রক্ষা করার জন্য ভুক্তভোগী পারভেজ এগিয়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্য পিটিয়ে গুরুত্বর জখম করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা।
এব্যাপারে অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এস আই আঃ রাজ্জাক বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে : প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এই ঘটনায় গঠিত তদন্ত কমিশন।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে ৮ জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন।

কমিশন প্রধান আরও বলেন, ‘আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না।’

তিনি বলেন, ‘এটা যেন একটা পলাশীর পুনরাবৃত্তি। এটার শেকড় আমাদের খুঁজে বের করতে হবে।’

কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, ‘এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা/কর্মচারীকেও সরানো হয়নি। কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা।’

তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’

পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে। এ রহস্য উদঘাটন করতেই হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্য বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন, এ টি কে এম ইকবাল।

সস্ত্রীক সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ, ৪ কোটি টাকা অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
সস্ত্রীক সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ, ৪ কোটি টাকা অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর ২৮ বিঘা জমি ক্রোক এবং ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। এসব সম্পদ রাজশাহীর তানোর উপজেলায় অবস্থিত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম আবেদনটি করেন।

দুদকের তথ্য অনুযায়ী, ওমর ফারুক চৌধুরীর নামে রয়েছে ১৫.৫ বিঘা জমি ও ৫৭টি ব্যাংক হিসাবে মোট ৩ কোটি ১০ লাখ ৯৩ হাজার ১১০ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১৩ বিঘা জমি ও ১১টি ব্যাংক হিসাবে ৬০ লাখ ৯৬ হাজার ৫৭৫ টাকা। মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫৭৭ টাকা।

আবেদনে আরও বলা হয়, ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং তা বিদেশে পাচারের চেষ্টাও করছেন।

এই কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪, ১০ ও ১৪ ধারার আওতাভুক্ত অপরাধ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। সেইসঙ্গে দুদক বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারা অনুযায়ী এই সম্পদ জব্দ ও হিসাব ফ্রিজ করাকে অপরিহার্য বলে মনে করছে কমিশন।

২০২৫-২৬ অর্থবছর

বাজেটের আকার কমেছে, রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ
বাজেটের আকার কমেছে, রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করেছে। এটি চলতি অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

অর্থনৈতিক চাপ, বৈদেশিক মুদ্রার ঘাটতি ও রাজস্ব প্রবৃদ্ধির সীমাবদ্ধতাকে সামনে রেখে এই তুলনামূলকভাবে ছোট বাজেট প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবিত বাজেট কাঠামো উপস্থাপন করেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে প্রায় ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাকি অংশ আসবে এনবিআর বহির্ভূত উৎস এবং অন্যান্য আয় থেকে। তবে পূর্ববর্তী বছরের মতো এবারও রাজস্ব ঘাটতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অর্থনীতিবিদরা।

খাত লক্ষ্যমাত্রা (কোটি টাকা)
মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ৫ লাখ কোটি টাকা, এনবিআর ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। অন্যান্য ৭০ হাজার কোটি টাকা।

সামাজিক নিরাপত্তা খাতে ব্যয়
জনগণের জীবনযাত্রার মান বজায় রাখা এবং দ্রব্যমূল্যের চাপ মোকাবেলায় সরকার সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন বাজেটে এই খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১৭ শতাংশ।

এই বরাদ্দের আওতায় আসবে
বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী সহায়তা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, হতদরিদ্রদের জন্য খাদ্য ও নগদ সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি, আশ্রয়ণ প্রকল্প ও কর্মসংস্থান কর্মসূচি।

অর্থ সচিবের মতে, ‘দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীকে সহায়তা করাই আগামী বাজেটের অন্যতম অগ্রাধিকার। আমরা কম খরচে বেশি সুফল নিশ্চিত করতে চাই।’

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ দেয়া হয় ২ লাখ ৬ হাজার ৫৬৯ কোটি টাকা, ভৌত অবকাঠামো খাতে ২১ লাখ ৬ হাজার ১১১ কোটি টাকা, সাধারণ সেবা খাতে ১ লাখ ৬৮ হাজার ৭০১ কোটি টাকা, অন্যান্য খাতে বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৫ হাজার ৬১৯ কোটি টাকা।

এবারের বাজেট হবে একটি অন্তর্বর্তী ও সংযত বাজেট। যেখানে বড় প্রকল্প বা মেগা উন্নয়নের পরিবর্তে গুরুত্ব পাচ্ছে জনজীবনের মৌলিক চাহিদা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা।

নিয়ম ভেঙে প্রথমবারের মতো বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার এই বাজেট উপস্থাপন করা হবে আগামী ২ জুন সরাসরি সম্প্রচার করবেন।