খুঁজুন
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২

আন্তঃজেলা ডাকাত দলের ০৪ (চার) সদস্য গ্রেফতার

মোঃ তাইজুল ইসলাম বিদ্যুৎ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
আন্তঃজেলা ডাকাত দলের ০৪ (চার) সদস্য গ্রেফতার

২৯/০৪/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় নারায়গঞ্জ জেলাধীন সোনারগাঁও থানার কাঁচপুর মালি ইন্টারন্যাশনাল ওয়েলমিল হইতে নীল রংয়ের প্লাস্টিকের ৭৫ ড্রাম পামওয়েল, যাহার ওজন-(৭৫০১৮৬)-১৩৯৫০ কেজি, মূল অনুমান-২১,৭৫০০০/-(একুশ লক্ষ পচাত্তর হাজার) টাকা নিয়ে ইং-২৯/০৪/২০২৫ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ঝিনাইদ এর উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে একই তারিখ রাত্র অনুমান ০৯.০০ ঘটিকায় ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ের শ্রীনগ থানাধীন বেজগাঁও যাত্রী ছাউনির নিকট পৌছাইলে কালো রংয়ের একটি ডাবল কেবিন পিকআপ নিয়ে ০৬ জন সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় লেজার লাইট এর মাধ্যমে ইঙ্গিতসহ বেরিকেড দিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক চালক মোঃ রাসেল (২২), হেলপার মোঃ আল আমিন হোসেন (২৩) দ্বয়কে ট্রাকে অবৈধ মালামাল রয়েছে বলিয়া হাতকড়া পরিয়ে পিকআপে তুলিয়া নিয়ে যায় জোড়পূর্বক নেশা জাতীয় জুস খাইয়ে দেন। তাহাদের ট্রাকটি ৭৫ ড্রাম পামওয়েল তেলসহ ডাকাতদল চালিয়ে নিয়ে যায়। ৫০ পিকআপ দিয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে অনুমান ১ ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘুড়াইয়া ছনবাড়ী হইতে মুন্সীগঞ্জগামী পাক রাস্তার উত্তর পাটাভোগ সুজনের বাড়ীর বিপরীতে রাস্তার পাশে নামাইয়া দিয়ে তারা তাদের পিকআপ গাড়ী নিয়ে চলে যায় ট্রাকের মালিক জিপিএস এর মাধ্যমে ট্রাকটি দ্রুত ও এলোমেলো চলতে দেখে ছনবাড়ী স্ট্যান্ড হইতে মুন্সীগঞ্জগামী পাকা রাস্তার কল্লিগাঁও বড় জামে মসজিদ সংলগ্ন পূর্বে দিকে রাস্তার পাশে যাওয়ার পর জিপিএস এর মাধ্যমে বাদী ট্রাকটির ইঞ্জিন বন্ধ করে দিয়ে রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় বাদী জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে শ্রীনগর থানার এসআই/মোঃ আলমগীর হোসেন এর সাথে যোগাযোগ করে ডাকাতিকৃত ট্রাকটি ড্রাইভার ও হেলাপারকে প্রায় অসুস্থ্য অবস্থায় উদ্ধার করেন। উক্ত মামলার বাদীর ট্রাকটির অবস্থান জানাইলে তিনি বাদীর উক্ত ট্রাকটি এবং পামওয়েল তেল ভর্তি নীল রংয়ের ১৮টি প্লাষ্টিকের ড্রাম সহ ছনবাড়ী স্ট্যান্ড হইতে মুন্সীগঞ্জগামী পাকা রাস্তার কল্লিগাঁও বড় জামে মসজিদ সংলগ্ন পূর্বে দিকে রাস্তার পাশে দেখিতে পায় এসআই/ মোঃ আলমগীর হোসেন আমার ছিনতাই হওয়া ট্রাকটি এবং পামওয়েল তেল ভর্তি নীল রংয়ের প্লাস্টিকের ১৮টি ড্রাম যার ওজন-(১৮০১৮৬)=৩৩৪৮ কেজি, মূল্য অনুমান-৫,২২০০০/- (পাঁচ লক্ষ বাইশ হাজার) টাকা জব্দ করে থানায় নিয়ে আসেন। বাদীর এজাহারের ভিত্তিতে শ্রীনগর থানার মামলা নং-৩, তারিখ-০২/০৫/২৪, ধারা-১৭০/৩২৮/৩৯৫ পেনাল কোড রুজ হয়। মামলার তদন্তভার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন এর উপর অর্পন করা হয়।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল, অফিসার ইনচার্জ, শ্রীনগর থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদ, এসআই (নিঃ) হামিম মোঃ তারেক, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেনসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি, সিসি ক্যামেরা ফুটেজ ও পরিপার্শ্বিক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ঢাকা নারায়নগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৪/০৫/২০২৫ খ্রিঃ রাত ১৯.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার কদমতলী জুরাইন রেল লাইন এলাকা থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামী ১. মোঃ আলম (৩২), গ্রেফতার করিয়া তাহাকে জিজ্ঞাসাবাদে তাহার প্রদত্ত তথ্যমতে ০৪/০৫/২০২৫ খ্রিঃ রাত ২০.৫০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী কাঁচা বাজার এলাকা হইতে আসামী ২. নূর আলম ওরফে আলম ওরফে আলমগীর হোসেন (৩৮) কো গ্রেফতার করি। উক্ত আসামীদ্বয়ের তথ্যমতে ০৪/০৫/২০২৫ খ্রিঃ রাত ২২.৪৫ ঘটিকার সময় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ৪৭৩ মীরহাজীরবাগ সাকিনস্থ মেসার্স জামাল এন্টারপাইজ এ্যান্ড ভ্যারাইটিজ স্টোর নামক দোকানের ভিতর হইতে আসামী ৩ মোঃ হেলালুজ্জামান (৩২) কে গ্রেফতার করি। গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে আসামী মোঃ হেলালুজ্জামান (৩২) দেখানোমতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ৪৭৩ মীর হাজীরবাগ সাকিনস্থ মেসার্স জামাল এন্টারপাইজ এ্যান্ড ভ্যারাইটিজ স্টোর নামক ০৩ নং আসামীর নিজস্ব পাইকারী দোকান থেকে অত্র মামলার লুষ্ঠিত পামঅয়েল তেল ভর্তি ৩৫ টি ড্রাম এবং ২০ টি খালি ড্রাম এবং তেল বিক্রির নগদ ৩৯,০০০/- টাকা উদ্ধার করিয়া ০৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০.১৫ ঘটিকার সময় এবং একই দোকানের সামনের পাঁকা রাস্তার পাশে ডাকাতির কাজে ব্যবহৃত ক) ডাবল কেবিনের কালো রং এর গাড়ী, যার রেজিঃ নম্বর- ঢাকা মেটোঃ ১-১১-৭৪২৫, যাহার ইঞ্জিন নং ও চেসিস নং- ঘষামাজা ও অস্পষ্ট এবং গাড়ীর ভিতর সামনের বক্স থেকে ০১ টি কালো রং এর ছোট লেজার লাইট ও পামঅয়েল ভর্তি তেলেরড্রাম পরিবহন কাজে ব্যবহৃত (খ) একটি নীল রং এর পিকআপ, যার রেজিঃ নম্বর- ঢাকা মেঃ ন- ১২-৫৪০০, চেসিস নং-LVAV2JVB2PE২৩৮৫৫১, ইঞ্জিন- Q230896317 উদ্ধার করিয়া ০৫/০৫/২০২৫ খ্রিঃ রাত ১২.৪৫ ঘটিকা হইতে রাত ০১.১৫ ঘটিকা পর্যন্ত উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলামত হিসেবে জব্দ তালিকা মূলে জব্দ করিয়া হেফাজতে নেন। পরবর্তীতে গ্রেফতারকৃত ১, ২ ও ৩ নং আসামীদের প্রদত্ত তথ্যমতে ০৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে আসামী ৪. জোবায়ের আহমেদ জীবন ওরেফে রাজা (২৭) কে গ্রেফতার করিয়া হেফাজতে নেন। উক্ত আসামীদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাদিক ডাকাতি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীঃ-

১. মোঃ আলম (৩২), পিতা মোঃ মোসলেম, সাং- সোনাকান্দা রামপুরা বাজারস্থ, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান। (সাং- মিরহাজিরবাগ ৪৮১/৮), উপজেলা/খানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা।

২. নূর আলম ওরফে আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), পিতা- আইয়ুব আলী ভান্ডারী, মাতা- ফকরুন নেচ্ছা, স্থায়ী। গ্রাম- যুগির হাওলা (নেতা বাজার), উপজেলা/থানা- রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী।

৩. মোঃ হেলালুজ্জামান (৩২), পিতা- মোঃ জামাল মিয়া, স্থায়ী। (পশ্চিম নওখন্ডা), উপজেলা/থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, বর্তমান। গ্রাম- ৪৭৩ নং মীরহাজিরবাগ (দোকান), উপজেলা/খানা- যাত্রাবাড়ী, জেলা-ঢাকা,, বর্তমান বাসা- ৯ নং ওয়ার্ড হাসনাবাদ দক্ষিণপাড়া, উপজেলা/থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা।

৪. জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (২৭), পিতা মৃত জজ মিয়া, সাং-হাসনাবাদ দক্ষিণপাড়া, উপজেলা/থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।

ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আসামীদের দখল হইতে উদ্ধারকৃত আলামতঃ-

ক) পামঅয়েল তেল ভর্তি ৩৫ টি ড্রাম এবং ২২ টি খালি ড্রাম এবং তেল বিক্রির নগদ ৩৯,০০০/- টাকা।

খ) ডাবল কেবিনের কালো রং এর গাড়ী, যার রেজিঃ নম্বর- ঢাকা মেটোঃ ১-১১-৭৪২৫, যাহার ইঞ্জিন নং ও চেসিস নং- ঘষামাজা ও অস্পষ্ট এবং গাড়ীর ভিতর সামনের বক্স থেকে ০১ টি কালো রং এর ছোট লেজার লাইট ও পামঅয়েল ভর্তি তেলেরড্রাম পরিবহন কাজে ব্যবহৃত।

(গ) একটি নীল রং এর পিকআপ, যার রেজিঃ নম্বর- ঢাকা মেঃ ন- ১২-৫৪০০, চেসিস নং-LVAV2JVB2PE238551, ইঞ্জিন- Q230896317 ডাকাতির কাজে ব্যবহৃত।

 

ধৃত ডাকাতদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাহারা বিভিন্ন সময়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ওয়াকিটকি প্রদর্শন করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে।

শ্রীনগরে নাশকতা মামলায় ৫ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
শ্রীনগরে নাশকতা মামলায়  ৫ জন গ্রেফতার

Screenshot

মুন্সিগঞ্জ  জেলার শ্রীনগরে গত ২৪ ঘন্টায়  নাশকতাার আশঙ্কায়  পুলিশ  ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী  ইউনিয়নের শ্রীধরপুর গ্রাম থেকে মোঃ ইলিয়াস হোসেন ৫০ নামক  এক ইউপি সদস্যকে গ্রেফতার করে। সে বাড়ৈখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওই ইউনিয়নের ইউপি সদস্য। ওই রাতেই শ্রীধরপুর গ্রাম থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ দিপু (৪২) পুলিশ গ্রেফতার করে। সে বাডৈখালি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফারুক হোসেনের ভাই।  একই রাতে উপজেলার শ্যামসিদ্ধি  ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেনকে গাদিঘাট গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কে শ্রীনগর থানা পুলিশ গ্রেফতার করে।  বুধবার বিকেলে  বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ সুমনকে পুলিশ গ্রেফতার করে।    শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুলহুদা খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা  মামলার  রয়েছ।

শ্রীনগর বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
শ্রীনগর বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রীনগর বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ দেলোয়ার হোসেন সভাপতি ও মোঃ মজিবুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১০৫৪। কাস্টিং ভোটের সংখ্যা ৯৫৪ টি।  উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পর্যাপ্ত পরিমাণ  আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জসিম রহমান ও জহিরুল ইসলাম। অর্থ বিষয়ক  সম্পাদক পদে মোঃ জানে আলম টিপু, আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে মোঃ আল আমিন মাঝি, ক্রীড়া সম্পাদক পদে মোঃ তানভীর।

দূর্গা পূজা উপলক্ষে শ্রীনগরে মন্দির পরিদর্শনে র‍্যাব-১০ এর অধিনায়ক

আসাদুজ্জামান জীনব
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
দূর্গা পূজা উপলক্ষে শ্রীনগরে মন্দির পরিদর্শনে র‍্যাব-১০ এর অধিনায়ক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দূর্গা পূজা উপলক্ষে পূজা মণ্ডপ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন র‍্যাব১০ এরঅধিনায়ক (সিও) মোঃ কামরুজ্জামান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি প্রথমে উপজেলার প্রাচীন ভাগ্যকুল হরেন্দ্র লাল রায় মন্দির পরিদর্শন করেন। সময়সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব১০ এর অধিনায়ক জানান, র‍্যাব১০ এর আওতায় প্রায় ৩৪টি থানা রয়েছে। এর মধ্যেঢাকেশ্বরী মন্দিরসহ বেশ কয়েকটি বড় পূজামণ্ডপ রয়েছে, যেগুলোর নিরাপত্তা ব্যবস্থা দুই থেকে তিন ধাপে জোরদার করাহয়েছে।

তিনি আরো বলেন, শুধুমাত্র পোশাকধারী র‍্যাব সদস্য নয়, সিভিল ড্রেসেও সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্তকোনো হুমকি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বদা প্রস্তুতরয়েছে।

প্রাচীন এই মন্দির পরিদর্শন শেষে তিনি ভাগ্যকুল ঘোষবাড়ি মন্দির, নতুন বাজার যদুনাথ রায় মন্দিরসহ এলাকার আরওকয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখবেন বলে জানা গেছে।

অন্যদিকে র‍্যাব১০ এর সিপিসি এর ভাগ্যকুল ক্যাম্প কমান্ডার মোঃ আনোয়ার হোসেন জানান, বর্তমানে ক্যাম্প এলাকায়চারটি টহল টিম কাজ করছে। পাশাপাশি পোশাকধারী সদস্যদের সঙ্গে সিভিল সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।