আগামীকাল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫

মৎস্য অধিদপ্তরের তথ্য মতে পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিয়োগ সম্পূর্ণ নিষেধ। যদি কেহ আইন অমান্য করে তবে আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত করা যাবে।
এই প্রেক্ষিতে আগামী কাল ৮ই এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করা হয়েছে।
পদ্মা পাড়ের উপজেলা শ্রীনগর উপজেলার সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তা মোঃআজিজুল ইসলাম (অতি) জানান, এই ঝাটকা সংরক্ষণ সপ্তাহে ১০ ইঞ্চির নিচে যেই ইলিশ রয়েছে তাই আসলে ঝাটকা , এই ইলিশ ধরলে ভবিষ্যতে বড় ইলিশ নিধন হয়ে যাবে।
তাই ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে এই স্লোগান কে সামনে রেখে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ কার্যক্রম পরিচালনার কথা জানান তারা ,এই সময় তারা ক্যাম্পেইন সহ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান এই কর্মকর্তা। তবে মাছ ধরার এই সময়তে জেলেদের জীবিকা নির্বাহের জন্য চাল ও বকনা গাভী দেওয়ার ও কথা জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন