শ্রীনগরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শ্রীনগর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২৪ অপরাহ্ণ

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজদেখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধিরন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম রিপন ভুঁইয়া, আমির আলী মৃধা, কফিল বেপারী, আবুল হোসেন তালুকদার, মনির আলম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা,  শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ লিমন মোড়ল,শেখ জনি প্রমুখ।

  কপিরাইট © আমার বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন