
শ্রীনগরে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে যুবদল। মঙ্গলবার বিকেলে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবতলের উদ্যোগে গাদিঘাট গ্রামে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন, শ্যামসিত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসদের সাথে হাত মিলিয়ে যুবদলের নাম ভাঙ্গিয়ে একটি চক্র এ এলাকার জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে। এতে করে বিএনপি ও যুবদলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। সম্প্রতি যুবদলের এক কর্মী সভায় আমি এলাকার চিহ্নিত কয়েকজন চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেছি। এতে ওই চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার সহ ষড়যন্ত্র করে যাচ্ছে। যুবদলের নামধারী এ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা বিএনপি ও যুবতলের নেতৃবৃন্দ নিকট আহ্বান করছি। আমরা এলাকার শান্তি চাই। যে সকল চাঁদাবাজ এলাকার বিশৃঙ্খলা করবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুবদলের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলবো। এ সময় চাঁদাবাজদের শিকার স্থানীয় দুই ভুক্তভোগী চাঁদাবাজদের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, বিএনপি নেতা ফিরোজ প্রধান, আব্দুল হাই সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।