
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে পৃথক দুটি স্থানে বখাটে ও কিশোর গ্যাং এর সুরিকাঘাতে শিক্ষকসহ দুইজন আহত হয়েছেন। গত শনিবার রাতে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দা গ্রামে ও রবিবার বেলা ১১ঃ০০ টায় শ্রীনগর সরকারি সুফিয়া এ হইখান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ সুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক আনোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই এলাকার বখাটে সবুজ, সুজনসহ কয়েক যুবক তাদের পথরোধ করে ও শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রীর সাথে অশোভন আচরণ করে। এ ঘটনায় সে প্রতিবাদ করলে বখাটে সবুজ শিক্ষক আনোয়ার হোসেনের পিঠে সুরিকাঘাত করে। তাদের চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ শিক্ষক আনোয়ার হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর সদর বাজার সংলগ্ন সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তায় কিশোর গ্যাং এর ৮/১০ জন সদস্য ইয়াসিন (২২) নামক এক যুবককে মারপিট ও পেটে সুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ইয়াসিনের আত্মীয়-স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সে শ্রীনগর উপজেলার যশুরগাঁও বাইপাস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম জানান,পৃথক দুটি ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।