
দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কলেজ গেট এলাকা থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর ডাকবাংলা এলাকায় এসে শেষ হয়। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান, সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, যুগ্ম সম্পাদক জরুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ন আহবায় খাদেমুল ইসলাম অপু মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব মোঃ রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন, উপজেলা তরুণ দলের সভাপতি শেখ মোহাম্মদ আজম পনির প্রমুখ।