
রাত ৮.০৫ ঘটিকায় বাংলাদেশ পুলিশের মহা–পুলিশ পরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়আকস্মিকভাবে মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় পরিদর্শনে আসেন। তাঁর এই সফরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানঅতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব আনিছুর রহমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদাখান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে মাননীয় আইজিপি মহোদয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিককার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিশেষভাবে থানায় আগত সেবা প্রার্থীদের সেবা প্রদান পদ্ধতি—বিশেষত অনলাইনজিডি ও অন্যান্য নাগরিকসেবা কীভাবে প্রদান করা হয় সে বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানকরেন।
পরিদর্শনের শেষে, সময় ২০.২৫ ঘটিকায় মহা–পুলিশ পরিদর্শক জনাব বাহারুল আলম বিপিএম মহোদয় শ্রীনগর থানা থেকেঢাকার উদ্দেশ্যে রওনা হন।
- স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এইসফর থানার সার্বিক সেবা উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ পকরবে।