শ্রীনগরে ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ৭:৩২ অপরাহ্ণ

শ্রীনগরে মাহবুব আমিন (৫৮) নামক এক ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টায় উপজেলার ধায়সার গ্রাম থেকে শ্রীনগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, নিজ ঘরের সয়ন কক্ষে আড়ার সাথে রশি দিয়ে  গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাহবুবের ঝুলন্ত লাশটি তার বৃদ্ধ মা  দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে শ্রীনগর থানায় খবর দেয়।

এলাকাবাসী জানায়, মাহবুব একসময় সাংবাদিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি  দৈনিক বাংলার বাণী ও দৈনিক ইনকিলাব পত্রিকার শ্রীনগর প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন। ৯৩ সালের দিকে তিনি জাপান চলে যান। প্রায় ১০ বছর জাপানে অবস্থান শেষে বাড়িতে আসেন। এরপর  প্রায় দুই বছর দেশে অবস্থান করে তিনি স্ত্রী সন্তান নিয়ে ফ্রান্সে পাড়ী জমান।
 ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার পর তিনি মাঝে মধ্যে দেশের আসতেন। প্রায় ৭-৮ মাস ধরে তিনি স্ত্রী সন্তান রেখে দেশে অবস্থান করছিলেন। মাহবুবের মা জানান, স্ত্রী সন্তানদের সাথে বনিবনা না হওয়ার কারণে, তার ছেলে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। যার কারণে এবার সে বেশি দিন ধরে দেশে অবস্থান করছিল।
শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
  কপিরাইট © আমার বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন