মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ক্লু-লেস মামলার তদন্তকারী হিসেবে ক্রেস্ট পেলেন আজাদ।

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ৪:৫৪ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ক্লু–লেস মামলার তদন্তকারী হিসেবে ক্রেস্ট পেলেন গোয়েন্দা ডিবি পুলিশের এসআই আবুল কালামআজাদ সাহেবের চৌকস বাহিনী শ্রীনগর এবং পদ্মা সেতু উত্তর থানায় এলাকা মে/২৫ মাসে সংগঠিত ক্লু–লেস ডাকাতিমামলার রহস্য  উদঘাটন  ও সংঘবদ্ধ ডাকাত চক্রদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং লণ্ঠিত মালামাল উদ্ধার  করার ক্ষেত্রেগুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করায় মুন্সিগঞ্জ জেলার  সুযোগ্য ও মানবিক  পুলিশ সুপার জনাব  মুহম্মদ  শামসুল আলম সরকারমহোদয় অদ্য ইং ২৪/০৬/২০২৫ তারিখ দুপুর  ১০.০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ  পুলিশ লাইন্স শহিদ কনস্টবল বোরহান উদ্দিনখান মিলনায়তন–এ মাসিক কল্যাণ সভার সভাপতি মুন্সিগঞ্জ জেলার সুযোগ ও পুলিশ সুপার মহোদয়  ক্লু–লেস ডাকাতিমামলার রহস্য  উদঘাটন  ও সংঘবদ্ধ ডাকাত চক্রদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের সোপর্দ করায় এবংলণ্ঠিত মালামাল উদ্ধার  করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করায় এবং  গুরুত্বপূর্ণঅবদান রাখায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মুন্সিগঞ্জ জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মহোদয় আমাকে  মুন্সীগঞ্জজেলার শ্রেষ্ঠ  তদন্তকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা ক্রেষ্ট  প্রদান করেন এবং আমাদের চৌকস পদ্মা সেতু উত্তর ডিবির  টিমকেসম্মাননা স্মারক হিসেবে পুরস্কার প্রদান  করেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্),  মুন্সিগঞ্জ জনাব মোঃ ফিরোজ কবির।  ক্লু–লেস ডাকাতি মামলার রহস্য  উদঘাটন  ও সংঘবদ্ধ ডাকাত চক্রদের দ্রুত সময়েরমধ্যে গ্রেফতার  করায় এবং লণ্ঠিত মালামাল উদ্ধার  করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করায় করার  ক্ষেত্রে  গুরুত্বপূর্ণদিকনির্দেশনা প্রদান সহ  অভিযানের সাহস এবং অভিযানের বিষয় সার্বিক সহযোগিতা করেন মুন্সিগঞ্জ জেলার মাননীয় পুলিশসুপার জনাব মুহাম্মদ শামসুল আলম সরকার মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্),  মুন্সিগঞ্জ জনাব মোঃফিরোজ কবির এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ ইশতিয়াক আহমেদ রাসেল, জেলা গোয়েন্দা শাখা মুন্সিগঞ্জ মহোদয়।

  কপিরাইট © আমার বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন