ঢাকা – মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫ । ৬:০৮ অপরাহ্ণ

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগামীএকটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে মাওয়া মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত নারীফুটওভার ব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলেঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করাসম্ভব হয়নি। মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, ঘাতক গাড়ি শনাক্ত  করার চেষ্টা চলছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

  কপিরাইট © আমার বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন