
দেশজুড়ে করোনাভাইরাস নতুন ও শক্তিশালী রূপে ফিরে আসায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতেশিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
১৮ জুন ২০২৫ ইংরেজি, দুপুর ১২:৩০ মিনিটে শ্রীনগর সরকারি কলেজ চত্বরে ছাত্রদল কর্মী সিরাজুল ইসলাম (মিরাজুল)-এরউদ্যোগে প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
এই উদ্যোগে অংশ নেন শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সক্রিয় সদস্যরা। মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন:
নিলয় মৃধা, রায়হান মাহমুদ, ইয়াসিন আরাফ রাফি, শাহরিয়ার সাকিব, মো. জাকারিয়া, ইফতি ইসলাম ফাহিম, আহনাফহোসাইন, রেজাউল সামি, মো. ইফাজ, মো. আলামিন, শাফিন মোল্লা, রিজভী রাজ, তাহসীন দেওয়ান, আবু হাসনাত রোমান, রাহাত মোল্লা, মো. ইমরান, মো. আদনান, মো. নিরব, হামিদুল্লাহ রাহাত ও মো. ইয়াসিন।
উদ্যোক্তারা জানান, “দেশের এই সংকটকালে ছাত্রসমাজের সচেতনতা বৃদ্ধি জরুরি। আমাদের এই উদ্যোগ যেন অন্যদেরওউৎসাহিত করে।”
এছাড়াও তারা নিয়মিত মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে থাকলেও সংক্রমণের ঝুঁকি এড়াতে এমন কার্যক্রমকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।