ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ৫ জন নিহতের ঘটনার : চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ । ৬:৩৬ অপরাহ্ণ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজননিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য ছিলেন।

মঙ্গলবার সকালে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে গোল্ডেন লাইন পরিবহনের বাসচালকফয়সালকে গ্রেপ্তার করা হয়। সে ভোলার চরফ্যাশনের মো. ফারুকের ছেলে। গ্রেপ্তারের পর তাকে মুন্সিগঞ্জে আনা হচ্ছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় সিরাজদিখান থানায় সড়কপরিবহন আইন, ২০১৮ এর ৯৮/৯৯/১০৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। চালক ফয়সাল ওই মামলার ১ নম্বর আসামি।দুর্ঘটনার পর থেকে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এর আগে ওই মামলার অপর দুই আসামি—বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস এবং চালকের সহকারী মো. সাইফুল ইসলামশান্ত—কে ঘটনাতেই গ্রেপ্তার করে পুলিশ।

গত ৮ মে মাদারিপুর থেকে প্রসূতি রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল একটি অ্যাম্বুলেন্স। পথিমধ্যে মুন্সিগঞ্জেরসিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির একটি চাকা পাংচার হয়ে গেলে সেটি রাস্তার পাশে থেমে পড়ে। তখন চাকামেরামতের কাজ চলছিল। এ সময় পেছন থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেমে থাকাঅ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী নিহত হন এবং গুরুতর আহত হনআরও সাতজন।

পরে আহতদের ঢামেকে নেওয়া হলে সেখানে আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে চারজন একইপরিবারের সদস্য, যারা ওই প্রসূতি রোগীর চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন।

  কপিরাইট © আমার বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন