মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রীমিতু আক্তারকে (২৮) নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার পর থানায় গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন ঘাতক স্বামী সুমনওরফে সাহজাহান (৪৫) পুলিশের আওতায় আত্মসমর্পণ।
ভোর ৫টার সময় থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার কথা পুলিশকে জানান ঘাতক স্বামী। পরে ঘর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধারকরেছে হাতিমারা তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ি।
নিহত মিতু (২৮) নৈদিঘীর পাথর এলাকার মন্টু শিকদারের কন্যা। ঘাতক স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫) রিকারি বাজারবটতলা এলাকার শরিয়ত উল্লাহর পুত্র।
মুন্সিগঞ্জ সদর থানার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামীসুমন মিয়া। তবে ঘরে বসে মদপানের বিষয়টি কিছু বলেননি তিনি এ তথ্য নিশ্চিত করেন। নিহতের মরদেহ উদ্ধার করেময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ । ৪:৪১ অপরাহ্ণ