মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি মোড় এলাকায় ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো দেশীয় অস্ত্র ও ঘটনার সময় ব্যবহৃত পোশাক।
গত ৬ মে ২০২৫, রাত আনুমানিক ১:৩০টায় মো. রবিউল আলম (৩০), মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন গ্রামের বাসিন্দা, একজন অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার জন্য নিজ গাড়িতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। রাত ২:০০টার দিকে যানজটের কারণে তিনি ঢাকা-মুখী সার্ভিস লেনে নামলে শ্রীনগরের ছনবাড়ি মোড়ের নিকটবর্তী ষোলঘর এলাকায় রাস্তার ওপর ছনের ব্যারিকেড দেখতে পান।
তিনি গাড়ি থামাতেই দেশীয় অস্ত্রে (ছেন-দা) সজ্জিত ৬ জন ডাকাত হঠাৎ রাস্তার পাশ থেকে বেরিয়ে এসে গাড়িতে আক্রমণ চালায়। গাড়িচালক তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সঙ্গে গাড়িটি পেছনের দিকে চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ডাকাতদের ধাওয়া ও আক্রমণে গাড়ির ডান পাশের লুকিং গ্লাস ও বনেট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পুরো ঘটনা গাড়ির ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে। ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। ৬ মে দুপুর থেকে শুরু হয়ে ৭ মে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সকলেই ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দলের নেতা মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০) পূর্বেও একই এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত ছিল। গত সেপ্টেম্বরে ওই এলাকায় তারা একটি লাইসেন্সকৃত অস্ত্রসহ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ডাকাতি করেছিল।
ডাকাতদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা নং-২৩, তারিখ-২৭/০৯/২০২৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারসহ পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আমার বাংলা ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫ । ৯:২৯ অপরাহ্ণ